ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইডবেঞ্চেই সময় কাটলো মুমিনুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সাইডবেঞ্চেই সময় কাটলো মুমিনুলের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ঘোষিত ওয়ানডে স্কোয়াডে ছিলেন না। পরে হঠাৎ করেই মুমিনুল হককে যুক্ত করেন নির্বাচকরা। তামিম ইকবালের ইনজুরিতে টি-টোয়েন্টি টিমেও সুযোগ পান। কিন্তু ‘টেস্ট স্পেশালিস্ট’ বনে যাওয়া মুমিনুলের ব্যাটিংয়েই নামা হলো না। সীমিত ওভারের পাঁচ ম্যাচেই একাদশে ব্রাত্য থাকলেন।

রঙিন পোশাকে ২৬ বছর বয়সী মুমিনুলের মাঠে নামার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সাইডবেঞ্চেই কাটান।

৩-০ তে সিরিজ হারের লজ্জায় ডোবে টিম বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে মাঠের বাইরে থেকে দলের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন (২০ রানে হার)।

রোববার (২৯ অক্টোবর) পচেফস্ট্রুমে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাদশে একটি পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। পেসার শফিউল ইসলামের জায়গায় খেলছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। সুযোগ মেলেনি মুমিনুলের।

মুমিনুল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। আগের বছর টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে শেষবার তাকে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দেখা গেছে। এখন পর্যন্ত ২৬ ওয়ানডেতে ২৩.৬০ গড়ে রান করেছেন ৫৪৩। সেঞ্চুরির দেখা পাননি। আছে তিনটি ফিফটি। টি-টোয়েন্টি খেলেছেন ৬টি। রান ৬০।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।