ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টেন্ডুলকারকে তো টপকেই গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টেন্ডুলকারকে তো টপকেই গেলেন কোহলি ছবি: সংগৃহীত

নিজেকে দিন দিন পাহাড়সম উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনাটা এখন আর নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেটের হাল আমলের সেনসেশন যে অচিরেই ‘লিটল মাস্টার’কে ছাড়িয়ে যাবেন, সে ব্যাপারে নিঃসন্দেহ অনেকেই। টেন্ডুলকারকে স্পর্শ করার অপেক্ষায় থাকা বর্তমান দলপতি স্বদেশি কিংবদন্তিকে অন্য রেকর্ডে ঠিকই ছাড়িয়ে গেলেন।

সোমবার (৩০ অক্টোবর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ভারতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন কোহলি। কিংবদন্তি টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি।

র‌্যাংকিংয়ে এক নম্বরে ওঠার পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কোহলি অর্জন করেছেন ক্যারিয়ার সেরা ৮৮৯ রেটিং পয়েন্ট। এতোদিন টেন্ডুলকার ৮৮৭ রেটিং নিয়ে সর্বোচ্চ পয়েন্ট ধরে রেখেছিলেন। ১৯৯৮ সালের ১৩ নভেম্বর জিম্বাবুয়ে সিরিজের পর টেন্ডুলকার ক্যারিয়ার সেরা ৮৮৭ পয়েন্ট পেয়েছিলেন। দীর্ঘ ১৯ বছর পর সেটা টপকে গেলেন কোহলি।

এই তালিকায় তিন নম্বরে ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি। ২০০০ সালের ১৭ মার্চ দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে তিনি অর্জন করেছিলেন ক্যারিয়ার সেরা ৮৪৪ রেটিং পয়েন্ট। এছাড়া, চার থেকে দশে থাকা ভারতীয় বাকি তারকা ব্যাটসম্যানদের মধ্যে আছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (৮৩৬), মোহাম্মদ আজহারউদ্দিন (৮১১), রোহিত শর্মা (৭৯৯), শিখর ধাওয়ান (৭৯৪), যুবরাজ সিং (৭৮৭), নভোজিত সিং সিধু (৭৮৪) এবং কপিল দেব (৭৭৪)।

সেঞ্চুরিতে কোহলির আগে এখন শুধুই ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি নিয়ে তালিকায় এক নম্বরে লিটল মাস্টার। ৩২ সেঞ্চুরি নিয়ে দুইয়ে কোহলি আর ৩০টি সেঞ্চুরি নিয়ে তিনে পন্টিং। শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট সনাথ জয়সুরিয়া ২৮ সেঞ্চুরি নিয়ে তালিকায় চার নম্বরে। আর ২৬ সেঞ্চুরি নিয়ে তালিকায় পাঁচে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২৫টি সেঞ্চুরি নিয়ে ছয়ে এবিডি ভিলিয়ার্স ও সাতে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ম্যাচে ব্যক্তিগত ৮৩ রান করে ষষ্ঠ ভারতীয় হিসেবে ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। তার আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিন এই কীর্তি গড়েন। কোহলি ছাড়া বিশ্বব্যাপী ১৯জন ক্রিকেটার এখন পর্যন্ত ৯ হাজার রান করেছেন।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের দু’শতম ওয়ানডে খেলেন কোহলি। এ ম্যাচের মাধ্যমে আবার তিনি ছাড়িয়ে যান পূর্বের সকল কিংবদন্তিদের। দু’শতম ম্যাচে এতো রান ও এতো সেঞ্চুরি করতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যান। এমনকি ব্যাটিং ঈশ্বর শচীনও এমন রেকর্ড গড়তে পারেননি। এদিকে, দ্রুততম ৯০০০ রানের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০৫ ইনিংসে ৯০০০ রান পূর্ণ করেন তিনি। সেক্ষেত্রে কোহলি ১৯৪ ইনিংসেই ৯ হাজারি ক্লাবের বাসিন্দা।

শেষ ম্যাচে নামার আগে ২৫ ইনিংসে চলতি বছর ৭৪.৪৩ গড়ে ১৩৪৭ রান করেন কোহলি। ২০১১ সালে ক্যারিয়ারের সর্বোচ্চ ১৩৮১ রান করেছিলেন তিনি। শেষ ম্যাচে ব্যক্তিগত ৩৫ রান করে ২০১১ সালে গড়া নিজের রেকর্ড টপকে যান কোহলি। প্রথম ম্যাচে ১২১, দ্বিতীয় ম্যাচে ২৯ আর তৃতীয় ম্যাচে কোহলি করেন ১১৩ রান। তিন ম্যাচেই তার ব্যাট থেকে মোট ২৬৩ রান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।