ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ডি ভিলিয়ার্সকে হটিয়ে ফের শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ডি ভিলিয়ার্সকে হটিয়ে ফের শীর্ষে কোহলি ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে হটিয়ে ১০ দিনের মাথায় ফের ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গতকাল শেষ হওয়া ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শেষে খেলোয়াড়দের র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ক্যারিয়ার সেরা তৃতীয় বোলার হয়েছেন।

আইসিসির নতুন র‌্যাংকিংয়ে ভারত-নিউজিল্যান্ডের তিন ম্যাচের সিরিজ ছাড়াও আমলে আনা হয়েছে, দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের (৩ ম্যাচের সিরিজ) শেষ ম্যাচ ও পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের (পাঁচ ম্যাচের সিরিজ) শেষ দুটি ম্যাচ।

২৮ বছর বয়সী কোহলি তিন ম্যাচের মধ্যে দুটিতেই সেঞ্চুরির দেখা পেয়েছেন।

যেখানে আবার যোগ হয়েছে ক্যারিয়ার সেরা ৮৮৯ রেটিং পয়েন্ট। এটা আবার কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেরা।  

কানপুরে শেষ ওয়ানডেতে ভারত জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয়। শেষ ম্যাচে ওপেনার রোহিত শর্মা ১৪৭ রান করে ক্যারিয়ার সেরা ৭৯৯ পয়েন্ট যোগ করেন। যদিও তিনি আগের সাত নম্বর পজিশনেই রয়েছেন। যেমনটি ঘটেছে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম (চতুর্থ পজিশন) ও দ.আফ্রিকার কুইন্টন ডি ককের (পঞ্চম পজিশন) ক্ষেত্রেও। তারাও ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন।

এদিকে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস দুই ধাপ এগিয়ে আটে উঠেছেন। একধাপ এগিয়ে ১১তে মাহেন্দ্র সিং ধোনি। ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৩ নম্বরে কিউই ব্যাটসম্যান টম ল্যাথাম। তিন ধাপ এগিয়ে ৩৭তম ব্যাটসম্যান পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। আর শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ছয় ধাপ এগিয়ে ৪৭তম।

বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষেই অবস্থান করছেন পাকিস্তানি পেসার হাসান আলী। তবে কিউইদের বিপক্ষে সিরিজে ছয় উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানে বুমরাহ। দুই ধাপ এগিয়ে ১৪তম কিউই স্পিনার মিচেল স্যান্টনার। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১৪ ধাপ এগিয়ে ২৭তম। কিউই পেসার অ্যাডাম মিলনে ১১ ধাপ এগিয়ে ৪২তম।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ১৬তম অবস্থান ধরে রেখেছেন ওপেনার তামিম ইকবাল। তবে একধাপ অবনতি হয়ে ১৯তম মুশফিকুর রহিম। আর বোলিংয়ে এক ধাপ পিছিয়ে ২০তম সাকিব আল হাসান।

এদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ের দলীয় অবস্থানে শীর্ষেই অবস্থান করছে দ. আফ্রিকা। কিউইদের বিপক্ষে ভারত জিতলেও তাদের প্রোটিয়াদের টপকে যাওয়ার সুযোগ হয়নি।

ওয়ানডের সেরা ১০ ব্যাটসম্যান: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, কুইন্টন ডি কক, জো রুট, রোহিত শর্মা, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, কেন উইলিয়ামসন।

ওয়ানডের সেরা ১০ বোলার: হাসান আলী, ইমরান তাহির, জাসপ্রিত বুমরাহ, জস হ্যাজেলউড, কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, অক্ষর প্যাটেল, রশিদ খান, সুনিল নারাইন।

ওয়ানডের সেরা ৫ অলরাউন্ডার: মোহাম্মদ হাফিজ, সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, বেন স্টোকস (১ ধাপ এগিয়ে), অ্যাঞ্জেলো ম্যাথিউস (১ ধাপ পিছিয়ে)।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।