ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বোলিং কোচের দায়িত্বেও গিবসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
প্রোটিয়াদের বোলিং কোচের দায়িত্বেও গিবসন ছবি:সংগৃহীত

শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব পান ওটিস গিবসন। তবে এবার নতুন খবর, দলের বোলিং (ফাস্ট বোলার) কোচের দায়িত্বও নিচ্ছেন এ ক্যারিবীয়ান।

তার মানে বর্তমান বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেটকে সরিয়ে ফেলা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের সাপোর্ট প্যানেল নিয়োগ দেওয়া হবে।

সাপোর্ট প্যানেলে কারা থাকবেন তা নিশ্চিত করেননি গিবসন। তবে চার জন সাপোর্ট পারসোনালের মধ্যে থাকছে, সহকারী কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ ও স্পিন-বোলিং কোচ। গিবসন এর আগে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন।

ভাবা হচ্ছে সহকারী কোচ হিসেবে ডেল বেনকেনস্টেই আসতে পারেন। সরিয়ে ফেলা হবে অ্যাড্রিয়ান বিরেলকে। তবে ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি নিজের পজিশনেই থাকবেন।

২০১৫ বিশ্বকাপের পর অ্যালান ডোনাল্ড বোলিং কোচের পদ ছেড়ে দেওয়ার পর দায়িত্ব নেন ল্যাঙ্গাভেট। তিনি এবং দলের অন্য স্টাফরা আগের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে কাজ করেছিলেন। তবে বাংলাদেশ সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের বক্সিং ডে টেস্টে তাদের আর দেখা যাবে না।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘন্টা, ৩০ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।