ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বিদেশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দেশিরা’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
‘বিদেশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দেশিরা’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি নিচ্ছে খুলনা টাইটান্স। মিরপুরের একাডেমিতে চলছে তাদের অনুশীলন। ইতোমধ্যেই বেশ কিছু তারকা বিদেশি ক্রিকেটার চলে এসেছেন দলে। অন্য দলগুলোতেও যোগ দিচ্ছেন বিদেশিরা।

ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, মিসবাহ উল হক, শোয়েব মালিক, ড্যারেন ব্রাভো, ব্রেন্ডন ম্যাককালাম, রিলে রুশো, লুক রঞ্চি, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, কাইল অ্যাবট, শেন ওয়াটসন, লুক রাইট, ড্যারেন স্যামিদের মতো বিশ্ব তারকারা খেলবেন বিপিএলে।

খুলনার দলে বিদেশি ক্রিকেটার আছেন রিলে রুশো, ডেভিড মালান, চ্যাডউইক ওয়ালটন, সরফরাজ আহমেদ, কার্লোস ব্রাথওয়েইট, সেকুজে প্রসন্ন, সাদাব খান, কাইল অ্যাবোট, বেনি হাওয়েল, জুনাইদ খান, সিহান জয়সুরিয়া, জোফরা আর্চারদের মতো তারকারা।

বিদেশি ক্রিকেটারদের সাথে দেশের স্থানীয় ক্রিকেটাররা তাল মিলিয়ে লড়বে এই আসরে। এটাকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিষয় বলেই মনে করছেন খুলনা টাইটান্সের সিনিয়র অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৩০ অক্টোবর) অনুশীলন শেষে মোশাররফ রুবেল জানালেন, ‘আশা করি এবার মাঠের প্রতিযোগিতা অনেক বেশি হবে। কারণ বিদেশি খেলোয়াড় বেশি আসছে। সবাই বেশ নামকরা ক্রিকেটার, তাই তাদের ফোকাসটা থাকবে মাঠের পারফরমেন্সে। সুতরাং দেশি খেলোয়াড়রা তাদের সঙ্গে প্রতিযোগিতা করবে। দেশি খেলোয়াড়দেরও অনেক বেশি মনোযোগ দিতে হবে। কারণ তাদেরকে অনেক বড় বড় ব্যাটসম্যান ও বোলারদের মুখোমুখি হতে হবে। আমি মনে করি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসর এবার দেখা যাবে। ’

বিপিএলের এবারের আসরে প্রথম দুই আসরের মতো পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলার সুযোগ পাবে। তাই একাদশে একজন দেশি ক্রিকেটারের সুযোগ কমে গেছে। একাদশে জায়গা করে দিতে দেশি ক্রিকেটাররা বিদেশিদের সঙ্গে লড়াই জমিয়ে তুলবে বলে মনে করেন মোশাররফ। তিনি জানান, ‘বিদেশি বেশি থাকায় দেশি ক্রিকেটারদের জায়গা কমে গেছে। তবে, সেটা দেশি ক্রিকেটারদের জন্য পারফর্ম করার জায়গা করে দিচ্ছে। যারা সেরাটা দিতে পারবে তারাই একাদশে আসবে। আগেও কিন্তু পাঁচজন বিদেশি খেলেছে, তখনও দেশি ক্রিকেটাররা ভালো করেছে। ’

অনুশীলন পুরোদমে শুরু না হলেও এখন পর্যন্ত যা হয়েছে তাতে খুশি মোশাররফ, ‘যে কয়েকদিন অনুশীলন করলাম আমরা তাতে বিদেশি ক্রিকেটাররা যোগ দিয়েছে। সবাই খুব উপভোগ করছে। আমার মনে হয় কয়েকদিন অনুশীলন করলে দলের সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, দলের বোঝাপড়া ভালো হবে। ’

গত আসরের মতো এবারও খুলনায় খেলবেন মোশারফ। দলগত কিংবা ব্যক্তিগত দুই ক্ষেত্রেই আগের চেয়ে ভালো কিছু চাইছেন তিনি। মোশাররফ রুবেল যোগ করেন, ‘প্রথমত আমাদের লক্ষ্য হলো শেষ চার নিশ্চিত করা। এরপর ফাইনালে খেলা। তবে শুরুটা ভালো করতে হবে। তাহলে এগিয়ে যাব আমরা। ভালো ক্রিকেট খেলার দাবিদার আমরা। একজন ব্যাটসম্যান হিসেবে রান করার তো ইচ্ছে থাকেই। ২০ ওভারের টুর্নামেন্টে যারা এক-দুই বা তিনে ব্যাটিং করে, তারা সময় বেশি পায়। আমার পজিশন নিচের দিকে থাকায় রান করার সুযোগ খুব কমই থাকে। তবে, ব্যাট হাতে দলে যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করি। সেটা ১০ বা ১৫ রানও হতে পারে। কারণ ওইখানে তো আর ফিফটি করা যাবে না। ’

খুলনার শিবিরে দেশি ক্রিকেটারদের মধ্যে মোশাররফ রুবেল ছাড়াও আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি, মুক্তার আলি, ধীমান ঘোষ এবং সাইফ হাসান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।