ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিরোপা অক্ষুন্ন রাখতে পারবে তো ঢাকা?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
শিরোপা অক্ষুন্ন রাখতে পারবে তো ঢাকা? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস যে দল গঠন করেছে তাতে গেল বছরের অর্জিত শিরোপা দলটি ধরে রাখতে পারবে কী না, সেই বিষয়ে কিছুটা হলেও শঙ্কার উদ্রেক হবে। আবার বিদেশি খেলোয়াড়দের দিকে তাকালে সেই শঙ্কা অনেকটাই উবে যাবে। কেন? তা আমাদের আলোচনা থেকেই পরিষ্কার হবে।

আইকন প্লেয়ার হিসেবে দলটিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঠিক আছে। কিন্তু স্থানীয় আর একজন ডাকসাইটে প্লেয়ারও দলটিতে নেই।

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত আছে। তবে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই উঠতি তারকা কতটা মেলে ধরতে পারবে সেটা সময় বলে দেবে।

কিন্তু তারপর? মেহেদি মারুফ, মোহাম্মদ শহীদ, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নূরে আলম সাদ্দাম, আবু হায়দার রনি, সাকলাইন সজিব, জহুরুল ইসলাম অমি ও নাদিফ চৌধুরীদের নিয়ে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা শিরোপা জয়ের অগ্নি পরীক্ষায় কতটুকু সফল হবেন সেই বিষয়ে শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে?

যদিও বিপিএলের তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের পথ মসৃন করে দেয়া আবু হায়দার রনি দলটিতে আছেন। কিন্তু বিপিএলের গেল আসরে তাকে সেই রূপে দেখা যায়নি। তবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) গেল আসরে তার পারফরম্যান্স ছিল বেশ আশা জাগানিয়া (১০ ম্যাচে ২৩ উইকেট)। সেই ঝলক বিপিএলের এবারের আসরে দেখালে হয়তো ভালো কিছুর প্রত্যাশাই করতে পারে সাকিব ও তার দল। এটাও সত্যি ডিপিএল হাইপ ও বিপিএল হাইপ কখনই সমান্তরাল নয়।

তবে দলটির বিদেশি প্লেয়ারদের তালিকা তুলনামূলক সমৃদ্ধ। মোহাম্মদ আমির, কুমার সাঙ্গাকারা, জো ডেনলি, ক্যামেরন ডেলপোর্ট, কেভন কুপার, গ্রায়েম ক্রেমার, এভিন লুইস, সুনিল নারাইন জ্বলে উঠলে যে কোনো ম্যাচই নিজেদের করে নিতে পারবে বিপিএলের তিনবারের শিরোপা জয়ীরা। তবে তারাতো আর প্রতিদিনই পারফর্ম করবেন না।

অবশ্য বিদেশি প্লেয়ারদের ভেতরে আরেকটি নাম ঢাকা ডায়নামাইটসকে এগিয়ে রাখছে। বিশ্ব ক্রিকেটে তিনি বুমবুম নামে খ্যাত। বুঝতেই পারছেন শহীদ আফ্রিদির কথা বলছি। কদিন আগেই কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে ৪৩ বলে খেলেছেন ১০১ রানের বিধ্বংষী এক ইনিংস। যা তার দলকে এনে দেয় সমান সংখ্যক রানের বড় এক জয়।

কিন্তু আফ্রিদি কতটা ধারাবাহিক সেটা যারা নিয়মিত ক্রিকেট দেখেন তাদেরতো আর নতুন করে তাকে জানার কিছু নেই। বিশ্ব ক্রিকেটের আরেক নন্দিত অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে টেনেছে ঢাকা। কিন্তু তিনি ফর্মে নেই। গত আগস্টে ৮০ রানের এক ইনিংস খেললেও আগে-পরে নেই কোনো বড় স্কোর। দলটির বাদ বাকি বিদেশিদের তালিকায় আছেন শাহেন শাহ আফ্রিদি, রনসফোর্ড বিটন, রভম্যান পাওয়েল ও আকিল হোসেন।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)ক্রিকেট অনিশ্চয়তার খেলা। মুহূর্তেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। টি-টোয়েন্টিতো আরও। বিপিএল এবারের দল হিসেবে ঢাকা ডায়নামাইটস দৃশ্যত ততটা চিত্তাকর্ষক না হলেও কে জানে নামের গুণে হলেও ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের উন্মাদনায় ভাসতেই পারে সাকিব ও তার দল।

ঢাকা ডায়নামাইটসের টপ অর্ডারের ব্যাটসম্যান: ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, মেহেদি মারুফ, শেন ওয়াটসন ও এভিন লুইস।

মিডল অর্ডার: সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, মোসাদ্দেক হোসেন সৈকত, শহীদ আফ্রিদি, রভম্যান পাওয়েল, জহুরুল ইসলাম অমি ও নাদিফ চৌধুরী।  

পেসার: মোহাম্মদ আমির, কেভন কুপার, আবু হায়দার রনি, রভম্যান পাওয়েল, মোহাম্মদ শহীদ।

স্পিনার: সাকিব আল হাসান, সুনিল নারাইন, সাকলাই সজিব, গ্রায়েম ক্রেমার, আকিল হোসেন, শহীদ আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।