ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা থেকে আবারো নির্বাচিত দুর্জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ঢাকা থেকে আবারো নির্বাচিত দুর্জয় ঢাকা থেকে আবারো নির্বাচিত দুর্জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষের পর্যায়ে থাকাকালীন বেসরকারিভাবে জানা যায়, নাজমুল হাসান পাপনের প্যানেলে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সভাপতি ও বিগত পরিচালনা পর্ষদের পরিচালক নাইমুর রহমান দুর্জয় আবারো নির্বাচিত হয়েছেন।

এছাড়া, বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান। ঢাকা থেকে দুর্জয় ও আফফাকুল ১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, বরিশালের আলমগীর খান পেয়েছেন ৫ ভোট। বুধবার বিকেল ৩টার পর সরকারি ফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিসিবি’র দ্বিতীয় তলায় ভোট গ্রহণ শুরু হয়।

নতুন গঠনতন্ত্র অনুয়ায়ী বিসিবিতে পরিচালকের সংখ্যা দাঁড়ায় ২৫ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দু’জন বাদ দিয়ে বাকি ২৩ পরিচালকেরই ভোটের মধ্যদিয়ে নির্বাচিত হওয়ার কথা। কিন্তু ইতোমধ্যেই ২০ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

তাই অনেকটা নিরুত্তাপই অনুষ্ঠিত হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পরিচালনা পর্ষদের এই নির্বাচন।

এই নির্বাচনে ভোটের লড়াই হয় মাত্র তিনটি পদের জন্য। যেখানে ঢাকা বিভাগের ২টি এবং বরিশাল বিভাগের পদের সংখ্যা ১টি। এই তিন পদের বিপরীতে প্রার্থীসংখ্যা ছিল ৬ জন। ঢাকার মোট ভোটার সংখ্যা ১৮ এবং বরিশালের ৭ টি।

ঢাকা বিভাগে দুই পরিচালকের নির্বাচনের লড়াইয়ে নাইমুর রহমান দুর্জয় ছাড়াও ছিলেন নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটু, নরসিংদীর শাহীনুল ইসলাম ভুঁইয়া ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। এর মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সভাপতি ও বিগত পরিচালনা পর্ষদের পরিচালক নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু।

বরিশাল বিভাগে এক পরিচালকের বিপরীতে দুই প্রার্থী ছিলেন সদ্য বিদায়ী সভাপতি ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার এমএ আউয়াল চৌধুরী ভুলু ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসিসি) থেকে মনোনীত হয়ে পরিচালক হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং এনায়েত হোসেন সিরাজ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।