ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেওয়াগের সঙ্গে ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
শেওয়াগের সঙ্গে ওয়াসিম আকরাম ছবি: সংগৃহীত

একজন ভারতের সেরা ওপেনারদের অন্যতম, আরেকজন পাকিস্তানের সেরা পেসারদের মধ্যে অন্যতম। এবার দু’জনকেই একই দলে দেখা যাবে। ভারতের বিরেন্দর শেওয়াগের সঙ্গে টি-টেন ক্রিকেট লিগে দেখা যাবে পাকিস্তানের ওয়াসিম আকরামকে।

আগামী ডিসেম্বরে শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টেন ক্রিকেট লিগ। লিগের অন্যতম দল মারাঠা অ্যারাবিয়ান্সের আইকন এবং দলপতির দায়িত্ব পালন করবেন শেওয়াগ।

আর নতুন করে মেন্টর কাম কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াসিম আকরামকে।

মারাঠা অ্যারাবিয়ান্সের মালিক পারভেজ খান জানান, ‘আমরা ওয়াসিমকে দলে পেয়ে বেশ খুশি। তিনি মেন্টর ও কোচের দায়িত্ব সামলাবেন। শারজা স্টেডিয়ামের কন্ডিশন তার মতো আর কেউ ভালো বুঝবেন না। তিনি সেখানে ক্যারিয়ারের ভালো স্পেলগুলো করেছিলেন। তার অভিজ্ঞতা দলের প্রত্যেক ক্রিকেটারের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। ’

ওয়াসিম আকরামের যোগ দেওয়া নিয়ে মারাঠার মালিক পারভেজ খান আরও যোগ করেন, ‘ওয়াসিমের উপস্থিতি দলের খেলোয়াড়দের জন্য বড় প্রেরণা। তার কাছ থেকে খেলোয়াড়রা বিভিন্ন টিপস পেয়ে থাকে। তার কাছ থেকে জ্ঞান নিয়ে অনেকেই কার্যকরী পেস বোলার হয়ে উঠেছেন। ’

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির পর আসছে টি-১০। নতুন ক্রিকেট ফরমেট প্রবর্তন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, বীরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারা ও ইয়ন মরগানের মতো তারকারা এ টুর্নামেন্টে অংশ নেবেন। শারজাতে ১৪-১৭ ডিসেম্বর চারদিন ব্যাপী এ জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অল্প কয়েক দিনের মধ্যে ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হবে ছয়টি টিম।

টি-টেনের আকর্ষণ ও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো হবে বলে মনে করা হচ্ছে। ফুটবলের মতো ৯০ মিনিটেই শেষ হবে খেলা। তাই ক্রিকেটার ও দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।