ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা দ্বিতীয়বার বিসিবি সভাপতি নির্বাচিত পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
টানা দ্বিতীয়বার বিসিবি সভাপতি নির্বাচিত পাপন ছবি:সংগৃহীত

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। বুধবার (১ নভেম্বর) নব নির্বাচিত পরিচালকদের ভোটে আবার বিসিবি’র সভাপতির পদ অলংকৃত করেন পাপন।

পরিচালক নির্বাচিত হওয়ার পর সংবাদ মাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় পুনঃনির্বাচিত এই সভাপতি বলেন, ‘ওনারা যারা আগে ছিলেন তার বেশিরভাগই আবার পরিচালক হয়ে এসেছেন দুই একজন যারা নতুন এসেছেন তাদেরও সবার একটাই কথা যে আবার ওনারা আমাকেই চায়। তারা যুক্তি দেখায় সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং কাজেই আপনাকে থাকতে হবে।

তাই যেহেতু আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। সেহেতু আমি আবার পুনঃনির্বাচিত হয়েছি এবং ভালোও লাগছে। ’

তবে সভাপতি নির্বাচিত হলেও দুই সহ-সভাপতির নির্বাচন এদিন হয়নি। ১১ নভেম্বর থেকে বিপিএলের পঞ্চম আসর ঢাকায় ফিরলে সেই ঢাকা আসরের মাঝেই কোন এক তারিখে বোর্ড সভা ডেকে সহ-সভাপিত এবং স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে বলে জানালেন পাপন।

তিনি আরও বলেন, ‘কয়েকটা জিনিস বাকি আছে। সহ-সভাপতি নির্বাচন বাকি আছে তারপরে স্ট্যান্ডিং কমিটিগুলো ভাগ করতে হবে এবং আপনারা জানেন ৪ নভেম্বর  থেকে সিলেটে বিপিএল শুরু হচ্ছে। সেখান থেকে যখন ঢাকায় চলে আসবে তখন খেলার মধ্যেই পরবর্তী বোর্ড মিটিং ডাকবো এবং সে সময় কমিটির সিদ্ধান্ত নেবো। আপাতত আগের কমিটিই কাজ করবে। ’

এদিকে দ্বিতীয় মেয়াদে সভপাতি নির্বাচিত হওয়ার পর পাপনের প্রাথমিক লক্ষ্যে পরিণত হয়েছে ওয়ানডে ফরম্যাটে টাইগারদের আইসিসি র‌্যাংকিংয়ের ৫-এ নিয়ে যাওয়া, ‘গতবারেরই টার্গেট ছিল র‌্যাংকিংয়ের ৫-এ যাওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। কিন্তু অল্প কিছু সময়ের জন্য ৬ এ গিয়েছিলাম। তারপরে আবার ৭-এ চলে এসেছি। তবে সাতে কিন্তু আমাদের পজিশনটা বেশ মজবুত। আমার টার্গেট প্রথমত আমাদেরকে র‌্যাংকিংয়ে পাঁচের মধ্যে আসতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।