ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচের কোনো দায় দেখছেন না পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
কোচের কোনো দায় দেখছেন না পাপন ছবি:সংগৃহীত

ঢাকা: বেশ কিছুদিন ধরেই টাইগরদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষে করে দলের ওপরে তার অযাচিত প্রভাব নিয়ে ক্ষোভের কথা শোনা যাচ্ছিল ভেতরে ও বাইরে। গুঞ্জন রয়েছে তিনি এতটাই ক্ষমতাধর যে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানও তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না!

অভিযোগ রয়েছে আগের বোর্ডে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুর্জয় তার কারণেই পদ থেকে সরে গিয়েছিলেন। এমনকি সদ্য সমাপ্ত  দক্ষিণ আফ্রিকা সফরে মাঠে অধিনায়ক নয়, তার সিদ্ধান্তই চলে বলে অভিযোগ উঠেছে।

এমন অভিযোগ এনেছেন খোদ টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। তবে বুধবার (১ নভেম্বর) বিসিবি’র দ্বিতীয় দফায় নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন তা একবাক্যে অস্বীকার করলেন। পরিস্কার জানিয়ে দিলেন কোচের কোন দায় নেই।

কোচের ভূমিকা নিয়ে নিজের ব্যাখ্যায় তিনি বলেন, ‘এগুলো আপনারা কেন বলেন আমি জানিনা। একটা সহজ বিষয় আপনাদের বুঝতে হবে। আমাদের যে কোচ আছেন তিনি প্রফেশনাল। আমি নিজেও একজন প্রফেশনাল। কাজেই যে ভাবে প্রফেশনালি চলা দরকার সেই ভাবেই চালাবো। আমাদের আগে যেটা ছিল যে বোর্ডের একটা প্রভাব থাকতো এসব বিষয়ে। এটা আমরা করিনা। এ জন্য যদি আপনারা মনে করেন যে তার (হাথুরুসিংহে) পাওয়ার বেড়ে গেছে তা ঠিকনা। সারা দুনিয়াতেই এমন চলে। ’

পাপন যোগ করেন, ‘এখানে আমাদের পছন্দ-অপছন্দ কিছু যায় আসেনা। ওরা একটা পরিকল্পনা করে যে, কোন খেলোয়াড়কে কোথায় খেলাতে হবে সেখানে আমরা প্রভাব ফেলিনা। অনেকের ধারণা যে প্লেয়ার সিলেকশন কোচ করেন। আমি আপনাদের বার বার এ কথা বলছি, প্রথম হচ্ছে বাংলাদেশে কোন ছেলে খেলছে, খেলছে না এটা আমাদের কোচরা জানেনা। যেটা আমাদের নির্বাচকরা জানে।  তারাই ১৫ জনের একটা দল দেয়। সেই দলটি দেখে কোচ তার পরিকল্পনা করে। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু অধিনায়কই সকল চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।