ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তবে কী স্বপদেই থাকছেন আকরাম?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
তবে কী স্বপদেই থাকছেন আকরাম? ছবি:সংগৃহীত

ঢাকা: বিসিবি সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বার দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। একই দিনে দু’জন সহ-সভপাতিও নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। তবে খুব দ্রুতই সেটি হবে জানিয়েছেন পাপন।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বিসিবি’র স্থায়ী কিমিটিগুলোকে ঢেলে সাজানো।

তবে সবগুলো কমিটিতে বড় পরিবর্তনের আভাস দিলেও আপাতত ক্রিকেট পরিচালনা (অপারেশন্স) বিভাগের মতো স্পর্শকাতর জায়গায় নাড়াচাড়া করার কোনো ইচ্ছাই তার নেই জানালেন টানা এই বিসিবি বস।

পাপন বলেন, ‘পরিবর্তনতো আসবেই। তবে খুব বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। যেমন কিছু কমিটি আছে যেগুলো স্পর্শকাতর। এর মধ্যে ক্রিকেট অপারেশন্স অন্যতম। এখানে খুব একটা নাড়াচাড়া করা হবে বলে আমার মনে হচ্ছেনা। বাকি গুলোতে বড় পরিবর্তন আসবে। আমরা চেষ্টা করবো পুরানো নতুন মিলিয়ে সমন্বয় করে পরিবর্তন করতে। এমনকি উলট-পালট করেও পরিবর্তনের চেষ্টা করবো। ’

বুধবার (১ নভেম্বর) দ্বিতীয় দফায় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন। তবে পাপনের কথায় এখনই স্পষ্ট যে আগের মেয়াদে ক্রিকেট পরিচালনা বিভোগের দায়িত্বে থাকা আকরাম খান এবারও এই দায়িত্বে থাকছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।