ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের পারফরম্যান্স নিয়েই পাপনের যতো অস্বস্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
টাইগারদের পারফরম্যান্স নিয়েই পাপনের যতো অস্বস্তি ছবি:সংগৃহীত

ঢাকা: বিসিবি’র নির্বাচন শেষ হয়েছে একদিন আগেই। কারা পরিচালক হবেন তা নিয়ে শেষ মুহূর্তের উত্তেজনার সমাপ্তিও ঘটেছে সেদিনেই। অপেক্ষা ছিল শুধু সভাপতি নির্বাচনের। জানার অপেক্ষা ছিলো না কে হচ্ছেন বিসিবি সভাপিত। তবে নিশ্চিতভাবে জানা ছিল নাজমুল হাসান পাপনই দ্বিতীয়বারের মতো বিসিবি’র নির্বাচিত সভাপতি হতে যাচ্ছেন।

তাই তাকে বরণ করে নিতে সমর্থকদের পদচারণায় বুধবার (১ নভেম্বর) দুপুর থেকেই মুখর হয়ে উঠেছিল বিসিবি। রাজধানীর বিভিন্ন ক্লাব ও ক্রিকেট সংগঠক ছাড়াও তার নিজ রাজনৈতিক দলের নেতা কর্মীরা উদগ্রীব হয়েছিলেন তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিতে।

বিকেলে পাপন বিসিবি’র চত্বরে ঢোকা মাত্রই শ্লোগানে স্লোগানে ও ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয়া হয়। এরপর নির্বাচিত কমিটি নিয়ে বোর্ড সভায় অংশ নেন নাজমুল হাসান। সেখানেই নির্বাচকদের ভোটে আবার সভাপতি নির্বাচিত হন তিনি।

...তবে নির্বাচিত হওয়ার পরে এখনও শঙ্কা আছে বিসিবি’র মাথায় ঝুলে থাকা মামলা মোকদ্দমা নিয়ে। তাই প্রশ্ন উঠে এই মেয়াদে মামলাগুলো তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। পাপন স্পষ্ট জানিয়ে দেন, মামলা মোকদ্দমা নিয়ে মোটেও চিন্তা নেই তারা। অস্বস্তিটা মূলত টাইগারদের পারফরম্যান্স নিয়ে।

তিনি বলেন, ‘আমরা মামলা নিয়ে তেমন কোনো চিন্তাই করছি না। তবে খেলা নিয়ে আমরা একটু  অস্বস্তিতে আছি। কেমন জানি একটা উলট-পালট অবস্থা। সেটা আগে ঠিক করতে হবে। ’

এখন দেখার বিষয় মামলা মোকদ্দমা কতটা নিরাপদ থাকে বিসিবি এবং মাঠের পারফরম্যান্সে কতটা ঘুড়ে দাঁড়াতে পারেন টাইগাররা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।