ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে প্রথমবারের মতো ডিজিটাল প্যারিমিটার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
বিপিএলে প্রথমবারের মতো ডিজিটাল প্যারিমিটার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটকে (বিপিএল) আরও উপভোগ্য করে তুলতে ডিজিটাল প্যারিমিটার ব্যবহারের ঘোষণা দেয়া হলো। বিপিএলের গেল চার আসরে এর ব্যবহার দেখা না গেলেও পঞ্চম আসর থেকে দেখা যাবে।

এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর স্থানীয় একটি হোটেলে ‘BPL GOES DIGITAL AND MEET THE PARTNERS’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক হিসেবে ছিল ‘কে- স্পোর্টস’।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, কে- স্পোর্টসের সিইও ফাহাদ এ করিম, বিপিএলের টাইটেল স্পন্সর এ কে এস এবং কো-স্পন্সর শাহ সিমেন্টসহ আরও অনেকে।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিসিবি’র পক্ষ থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আগের চেয়ে বিপিএল অনেক বদলেছে। মাঠে এখন উন্নত প্রযুক্তির ব্যবহার চলে এসেছে। ডিজিটাল প্যারিমিটার তেমনিই একটা সংযোজন। পঞ্চম আসরে কে-স্পোর্টসের এলইডি প্যারিমিটার বোর্ড ব্যবহার উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। ’
      
কে-স্পোর্টসের সিইও ফাহাদ এ করিম নিজ বক্তব্যে বলেন, ‘প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে এবারের বিপিএলে আন্তর্জাতিক মানের ডিজিটাল এলইডি প্যারিমিটার বোর্ড সংযুক্ত করছি। আশা করছি দর্শককদের কাছে অন্যবারের তুলনায় এবারের বিপিএল আরও বেশি উপভোগ্য হবে। ’

প্যারিমিটার প্রযুক্তির মাধ্যমে বাউন্ডারি রোপের পেছনের ডিজিটাল বোর্ড জুড়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি পরিবর্তন হবে। যা নজর কাড়বে সবার। দর্শকদের জন্য এটি বাড়তি আকর্ষণ নিঃসন্দেহে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।