ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বোলিং কোচ সিলভারউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ইংল্যান্ডের বোলিং কোচ সিলভারউড ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের নতুন বোলিং কোচের দায়িত্ব নিতে নিচ্ছেন ক্রিস সিলভারউড। বর্তমানে ইংলিশ কাউন্টি দল এসেক্সের প্রধান কোচ তিনি। তবে ২০১৮ সালের জানুয়ারি থেকে কাজ করবেন ইংলিশ বোলারদের কোচ হিসেবে।

এর আগে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ওটিস গিবসন। তবে তিনি দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান।

আর গিবসনের জায়গাতেই ইংল্যান্ডের এ সাবেক ক্রিকেটার কাজ করবেন।

দুই বছর এসেক্সের প্রধান কোচ থাকাকালে দলটিকে বিগত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো জিতিয়েছেন চ্যাম্পিয়নশিপ শিরোপা।

অস্ট্রেলিয়ায় আসন্ন অ্যাশেজে অন্তবর্তী বোলিং উপদেষ্টা হিসেবে কাজ করবেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। ২ ডিসেম্বর পর্যন্ত ইসিবির সঙ্গে চুক্তি রয়েছে বন্ডের। সেই চুক্তি শেষ হওয়ার আগেই স্থায়ী বোলিং কোচ পেয়ে গেল ইংল্যান্ড।

ইংলিশদের আগামী নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করতে পারেন সিলভারউড। ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেন এ ডানহাতি ফাস্ট বোলার। ইংল্যান্ডের হয়ে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।