ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের জয়ই শীর্ষে ওঠালো পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ভারতের জয়ই শীর্ষে ওঠালো পাকিস্তানকে ছবি:সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ দু’দলের দ্বৈরথ ক্রিকেট ইতিহাসে বেশ পুরোনো। মাঠের খেলায় এক দল আরেক দলকে হারালে যেন যুদ্ধ জয় হয়। এছাড়া অন্য কোনো দলের বিপক্ষেও এক দল আরেক দলের হার কামনা করে। 

কিন্তু এবার হলো উল্টো। ভারতের জয় পাওয়াতে যেন খুশিই হলো পাকিস্তান।

কেননা প্রতিদ্বন্দ্বীর জয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে পৌঁছে গেল সরফরাজ আহমেদের পাকিস্তান।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ খেলতে নেমেছিলো ভারত। ম্যাচে ৫৩ রানের বড় জয় নিশ্চিত করে বিরাট কোহলিরা। মুখোমুখি ছয়বারের দেখায় প্রথমবার কিউইদের বিপক্ষে জয় পায় ভারত।

হেরে যাওয়ায় শীর্ষে থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। আর দুইয়ে থাকা পাকিস্তান সবার ওপরে জায়গা করে নেয়। তবে অন্য সব দল নিজেদের অবস্থানে অনড় রয়েছে। পাশাপাশি কিউইরা যদি সিরিজের পরের দুটি ম্যাচ জয় পায়, তবে ফের শীর্ষে ফিরবে দলটি।

টি-২০ র‌্যাংকিংয়ের সেরা ১০ দল: পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।