ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচে ১৩৬টি ওয়াইড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
এক ম্যাচে ১৩৬টি ওয়াইড! ছবি: সংগৃহীত

এক ম্যচেই ১৩৬টি ওয়াইড বল দেওয়ার ঘটনা ঘটলো! ভারতে অনূর্ধ্ব-১৯ নারী নর্থ ইস্ট চ্যাম্পিয়নসশিপে নাগাল্যান্ড ও মনিপুরের মধ্যকার ম্যাচের খবর এটি। ম্যাচটি ধানবাদে অনুষ্ঠিত হয়েছিল।

মনিপুর তাদের বোলিংয়ে ১১২ রান দেয় অতিরিক্ততে। যেখানে ৯৪টি ছিল ওয়াইড।

অন্যদিকে নাগাল্যান্ড ৪৫টি অতিরিক্তের মধ্যে ওয়াইড দেয় ৪২টি।  

ওয়ানডে ফরম্যাটের এ খেলায় নাগাল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ২১৫ রান করে। জবাবে মনিপুর ৯৮ রান করলে নাগাল্যান্ড ১১৭ রান জয় পায়।

নারী আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অতিরিক্ত থেকে রান এসেছে নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে। ২০০৩ সালে ম্যাচটিতে মোট ১৩৩ রান এসেছিলো। তবে ওয়াইড থেকে হয়তো কোনো ম্যাচেই এর আগে এতো রান আসেনি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।