ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সেরাটা দিতে চায় রংপুর রাইডার্স’

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
‘সেরাটা দিতে চায় রংপুর রাইডার্স’ ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: নিজেদের সেরাটাই বিলিয়ে দেবে রংপুর রাইডার্স। দলের প্রথম লক্ষ্য শেষ চারে জায়গা করে নেওয়া। এজন্য প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিচ্ছেন দলের অধিনায়ক ও সর্বাধিক বিপিএল শিরোপা জয়ী দলপতি মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার (০৩ নভেম্বর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

রংপুর রাইডার্সের অধিনায়ক জানান, আমাদের টিম কম্বিনেশন বেশ ভালো।

তবে ভালো কিছু পেতে দলের সবাইকে সেরাটা দিয়ে খেলতে হবে। ‘ম্যাচ বাই ম্যাচ’ আমাদের ভালো করতে হবে। তবেই ভালো কিছু করতে পারবো।

সর্বাধিক ৫ বিদেশি খেলোয়াড় নিয়ে দল সাজাতে পারবে এবারের দলগুলো। দেশি খেলোয়াড়দের সুযোগ কমে যাবার বিষয়ে মাশরাফি বলেন, বিপিএলে দলের কোয়ালিটি অনুসারে খেলোয়াড়দের সেই মানের হতে হবে। আমাদের দেশি খেলোয়াড়দের সেই যোগ্যতা দেখিয়ে দলে নিজেকে অন্তর্ভূক্ত করতে হবে। তাতে বিদেশি খেলোয়াড়দের আধিক্য কমে আসবে।

তবে, অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়রা দলে আসায় তাদের সঙ্গে দেশি ক্রিকেটাররা অনেক অভিজ্ঞতা বিনিময় করতে পারবে বলে মনে করেন মাশরাফি। ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমসিলেটের মাঠ নিয়ে সন্তোষ প্রকাশ করে মাশরাফি বলেন, আগের চেয়ে এই মাঠে অনেক পরিবর্তন এসেছে। মাঠটি অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ের একটি মাঠ।  

বাংলাদেশে বাউন্স উইকেট স্যুট করে না উল্লেখ করে মাশরাফি জানান, আমাদের দেশে আবহাওয়ার কারণে বাউন্সি উইকেট সম্ভব না। তারপরও শীতকালে মাঠে একটু ময়েশচার থাকে। রুলিং পানি ঠিক মতো হলে একটু বাউন্স উইকেট পাওয়া যেতে পারে। এছাড়া আয়োজকরা বিপিএল আসরকে আগের চেয়েও অনেক গুছিয়ে এনেছে।

সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত অনুশীলনে মগ্ন থাকে রংপুর রাইডার্সের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।