ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

যারা ভালো খেলবে, তারাই জিতবে: নাসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
যারা ভালো খেলবে, তারাই জিতবে: নাসির ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: মাঠে যারা ভালো খেলবে, তারাই বিপিএলের পঞ্চম শিরোপা জিতবে বলে মন্তব্য করেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। শুক্রবার (০৩ নভেম্বর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এবার নতুন দল হিসেবে খেলবে সিলেট সিক্সার্স। স্বাগিতকদের দলটির অধিনায়ক নাসির বলেন, সব টিমের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

আমাদেরও আসল লক্ষ্য এটাই। তবে সিলেট সিক্সার্স সিলেটের মানুষের সাপোর্ট পাবে। সিলেটবাসী আমাদের পেছনে আছেন।

সিলেটের হয়ে খেলা ও দর্শক সাপোর্ট বেশি থাকায় চাপে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটবাসী আমাদের পেছনে থাকবে, আমরা প্রতিটা ম্যাচে সেরাটা খেলার চেষ্টা করবো। আর উইকেট দেখে মনে হচ্ছে ভালো ব্যাটিং ইউকেট হবে। যারা আগে খেলবে, তারা বলতে পারবে-কতখানি রান করলে তা তাড়া করে জেতা যাবে।  

শুক্রবার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত অনুশীলনে ঘাম ঝরায় সিলেট সিক্সার্সের খেলোয়াড়রা। শনিবার (৪ নভেম্বর) উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।