ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট পিচের ওপর গাড়ি প্রবেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ক্রিকেট পিচের ওপর গাড়ি প্রবেশ ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ক’দিন আগেই রাস্তায় ট্রাক চাপা দিয়েছিল আটজনকে। আহত হয়েছিলেন আরও অনেকে। সেই আতঙ্কের রেশ না কাটতেই এবার মাঠের মধ্যে ঢুকে পড়লো একটি গাড়ি। যদিও ভারতের রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালে কেউ হতাহত হননি।

হয়নি কোনো বড় দুর্ঘটনাও। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিল।

সেই সময় আবার মাঠে খেলছিলেন ভারতীয় তারকা গৌতম গম্ভির, ইশান্ত শর্মা, ঋশভ পান্তের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা।

ঘটনাটি ঘটে গতকাল (শুক্রবার) বিকেল। পালামের এয়ারফোর্স গ্রাউন্ডে খেলা চলছিল দিল্লি ও উত্তর প্রদেশের মধ্যে। হঠাৎই একটি ব্যক্তিগত গাড়ি ডাগ আউট, বাউন্ডারি পেড়িয়ে সরাসরি চলে আসে পিচের ওপর। দুই দলের ক্রিকেটাররা রীতিমতো মূর্তির মতো দাঁড়িয়ে পড়েন যে যেখানে ছিলেন। হতভম্ব অবস্থা মাঠেরে কর্মকর্তাদেরও। সেই সময় উত্তর প্রদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং চলছিল। পিচের মধ্যেই গাড়ি ঘোরানোর চেষ্টা করছিলেন চালক কিন্তু না পেরে দাঁড়িয়ে পরেন। জানা যায় চালকের নাম গিরিশ শর্মা। পরবর্তীতে সেই ব্যক্তিতে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ক্রিকেট মাঠে এমন ঘটনা অতীতে ঘটেছে কিনা জানা নেই। ক্রিকেটাররা কতটা নিরাপত্তাহীন অবস্থায় খেলছিলেন সেটা ভীষণভাবে সামনে চলে এল। জানা যায় এয়ারফোর্স গ্রাউন্ডের মূল গেট দিয়েই সিকিউরিটি চেকিংয়ের পর গাড়ি ভিতরে ঢুকতে দেওয়া হয়। সেখান দিয়েই পার্কিং লটে যাওয়ার রাস্তা। কিন্তু সেই সময় গেটে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় সেই ব্যক্তি সরাসরি ঢুকে পরেন মাঠে। পার্কিং লটে যাওয়ার পরিবর্তে চলে যান মাঠের ভিতর।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।