ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ভাগ্যের নারী’ আনুশকাকে সব কৃতিত্ব দিলেন কোহলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
‘ভাগ্যের নারী’ আনুশকাকে সব কৃতিত্ব দিলেন কোহলি বিরাট কোহলি ও আনুশকা শর্মা

ক্রিকেটের মাঠে যখন তার ফর্ম তুঙ্গে উঠে যায়, তখন কেউ তার প্রেয়সীর নামও নেয় না। কিন্তু যখন তিনি দুঃসময়ে পড়ে যান, তখন সমালোচকেরা তার প্রেয়সীর দোষ খুঁজতে খুঁজতে কলমের খাতা শেষ করে ফেলে। সবাই প্রতিষ্ঠার চেষ্টা করে, প্রেয়সীকে সময় দিতে গিয়েই হয়তো খেলা থেকে মনোযোগ উঠে গেছে তার। এমনকি প্রেয়সীর ‘ভাগ্য’ নিয়েও গণনা শুরু করে কেউ কেউ।

তিনি নিজে কী বলছেন সেই প্রেয়সী সম্পর্কে? ‘সে আমার জীবনের ভাগ্যবতী নারী। সবকিছুর প্রতি দায়িত্বশীল ও ধৈর্য্যশীল হতে শিখিয়েছে সে-ই, আজকের আমাকে গড়ে তোলার কীর্তি তারই’।

প্রেয়সী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে ঠিক এভাবেই কৃতিত্ব দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

একটি টেলিভিশন টক শো’তে অনির্ধারিত প্রসঙ্গে দীর্ঘদিনের প্রেমিকাকে লেডি লাক বা ভাগ্যের নারী আখ্যা দিয়ে কোহলি বলেন, ‘আমার ভাগ্যের নারীকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আপনারা হয়তো দেখেছেন, আমার এর আগে কোনোই দায়িত্বজ্ঞান ছিল না। যখন থেকে এই নারী আমার জীবনে এসেছে, সে আমাকে অনেক কিছু শিখিয়েছে। ’

বিশ্বক্রিকেটের শীর্ষ ব্যাটসম্যান বলে চলেন, ‘আমি অনেক কিছু শিখেছি। গত চার বছরে অনেক দায়িত্বশীল হয়ে উঠেছি, এর সবকিছুই তার জন্য। সে আমাকে শিখিয়েছে, কীভাবে ধৈর্য্য ধরতে হয় এবং কীভাবে সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে হয়। ’একটি পার্টিতে খুনসুটিতে হাস্যোজ্জ্বল বিরাট-আনুশকাফর্মের উত্থান-পতন, সবসময়ই আনুশকা পাশে ছিলেন জানিয়ে কোহলি বলেন, ‘সে আমাকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছে এবং পরিশ্রমের মাধ্যমে সামনে এগোনোর কথা বলেছে। ’

অনেক লুকোচুরির পর কোন প্রেরণায় কোহলি তার প্রেমের সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছেন? এ বিষয়ে প্রশ্ন করলে ২৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, সাবেক তারকা পেসার জহির খান বলেছেন এ বিষয়টি স্বাভাবিকভাবে নিতে এবং এ নিয়ে কথা বলতে। তিনি এ-ও বলেছেন, তুমি প্রেম করছো, অপরাধ করছো না। ’

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়ায়, দীর্ঘদিনের প্রণয়কে পরিণয়ে রূপ দিচ্ছেন আনুশকা-কোহলি। আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন তারা। সেই গুঞ্জনের পর আনুশকার প্রতি কোহলির এই ভালোবাসার প্রকাশ সংবাদমাধ্যমকে করেছে আরও উৎসাহী।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।