ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুরের খেলা দেখতে মাঠে সাফওয়ান সোবহান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
রংপুরের খেলা দেখতে মাঠে সাফওয়ান সোবহান রংপুরের খেলা দেখতে মাঠে সাফওয়ান সোবহান

রংপুর রাইডার্সের খেলা উপভোগ করতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন দলটির কর্ণধার সাফওয়ান সোবহান। মাশরাফির নেতৃত্বে বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে রংপুর।

স্টেডিয়ামে আসা সাফওয়ান সোবহান আশা প্রকাশ করেন, রংপুর রাইডার্স পুরো বিপিএলে ভালো খেলা উপহার দেবে, সেই সাথে ক্রিকেটের বিনোদন ছড়াবে। রংপুর রাইডার্স নিয়ে তিনি বেশ আশাবাদী।

তিনি জানান, দেশের ক্রিকেটেও অবদান রাখবে তার দল (রংপুর রাইডার্স)। সেই সাথে তিনি মনে করেন, বিপিএল আসর থেকেই দেশের প্রতিশ্রুতিশীল ও তরুণ ক্রিকেটার সৃষ্টি হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে সাফওয়ান সোবহান অনুরোধ জানান, দেশের ক্রিকেটে বিপিএলের মতো ঘরোয়া আসরগুলো বেশি বেশি ছড়িয়ে দেয়ার। এতে করে ঢাকার বাইরে ক্রিকেটের শতভাগ উন্মাদনা তৈরি হবে। রংপুরের খেলা দেখতে মাঠে সাফওয়ান সোবহানটস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি মাশরাফি। তার নেতৃত্বে খেলছেন শাহরিয়ার নাফিস, অ্যাডাম লিথ, জনসন চার্লস, রবি বোপারা, থিসারা পেরেরা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম এবং লাসিথ মালিঙ্গা।

নিজেদের প্রথম ম্যাচে রংপুরের একাদশে নেই ব্রেন্ডন ম্যাককালাম আর ক্রিস গেইল। দলের সঙ্গে খুব শিগগিরই যোগ দেবেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৪ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।