ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘যেনো ঘরের মাঠেই খেলেছে রংপুর রাইডার্স’

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
‘যেনো ঘরের মাঠেই খেলেছে রংপুর রাইডার্স’ ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ঘরের মাঠ বলে কথা! সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেনো রংপুরের জন্য ঘরের মাঠ। কেননা, সিলেটে অবস্থানরত বাইরের পেশাজীবীদের অধিকাংশ রংপুরের বাসিন্দা। শনিবারের খেলায় রংপুর রাইডার্স জেতার জন্য যখন লড়াই করছিলো। তখন দর্শক সারি থেকে সমর্থন ভেসে আসছিলো রংপুর রাইডার্সের দলনেতা মাশরাফির পক্ষে।

রাজশাহী কিংসের দেওয়া ১৫৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে রংপুর। মাঠে নামার সময় লক্ষ্যটা সহেজ মনে হলেও দ্রুত দুই উইকেট (১৫ রানে) পড়ে যাওয়ার পর সেই লক্ষ্যই যেনো কঠিন হয়ে দাঁড়ায়!

এরপর রাইডার্স বাহিনীর দৃঢ়তার সঙ্গে সিঙ্গেল-ডাবলস’র ওপর রান চেজ করার চেষ্টা করছিলো, তখন মাঠে থাকা ১১ রাইডার্সকে সমর্থন দিতে চারদিকের গ্যালারিতে হাজার হাজার দর্শক ঠায় দাড়িয়ে হৃর্ষধ্বনি করছিলেন।

মাঝে মাঝে যখন চার-ছক্কার মার আসে তখন উল্লাসে ফেটে পড়ে গোটা গ্যালারি। বিপুল সংখ্যক সমর্থকদের অনুপ্রেরণায় কঠিন লক্ষ্যটি জয় করার পথে ধাপে ধাপে এগিয়ে যায় রংপুর রাউডার্স।

শেষ ৫ ওভারের মধ্যে রবি বোপারার ক্যাচ যখন রাজশাহী কিংসের সামিথ রোহিথ প্যাটেলের হাত থেকে ফসকে যায়, তখন যেনো গ্যালারি জুড়ে বয়ে চলে উল্লাসের বন্যা। দর্শকদের এই সমর্থনকে পুঁজি করে রবি বোপারা ও থিসারা পেরারা ঠান্ডা মাথায় ব্যাট চালাতে থাকেন পূর্ণ আস্তার সঙ্গে।

প্রতিপক্ষ রাজশাহী কিংসের দলপতি ড্যারেন স্যামির কোনো অস্ত্রই যেনো আর কাজ করছিলো না। শেষ পর্যন্ত থিসারা প্যারারা জয়সূচক দুই রানের মধ্য দিয়ে ৬ উইকেট ও ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে দলকে পৌছে দেন। রংপুর রাইডার্স ৬ ইউকেটের জয় পুঁজি করে দর্শকরা জয়ের পূর্ণ আনন্দ নিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘন্টা, ৪ নভেম্বর, ২০১৭
এনইউ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।