ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির অভিজ্ঞতার কাছে ধরাশায়ী সামি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
মাশরাফির অভিজ্ঞতার কাছে ধরাশায়ী সামি ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: খেলা চলাকালে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে একাধিকবার কৌশল পরিবর্তন করেন মাশরাফি বিন মর্তুজা। যার ফলশ্রুতিতে জয় পেয়েছে রংপুর রাইডার্স।

অন্যদিকে দ্রুত ইউকেট পড়ে যাওয়া ও গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যাচ মিস হওয়ার কারণে হেরেছে রাজশাহী কিংস। রংপুর রাইডার্সকে আটকাতে ড্যারেন সামির কোনো অস্ত্রই কাজ করেনি।

সংবাদ সম্মেলনে দু’দলের অধিনায়কের মন্তব্যে এমনটি উঠে এসেছে।
     
রংপুর রাইডার্সের দলপতি মাশরাফি বলেন, পার্টনারশিপ পুরোপুরি খেলায় ফিরিয়ে নিয়েছে আমাদের। খেলার ওই সময়ে প্রতিপক্ষ যেটা সমন্বয় করতে চাচ্ছিলো, আমাদের গেমপ্ল্যানে তা আর হয়ে ওঠেনি।

শনিবার (০৪ নভেম্বর) রাতে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথাই তুলে ধরেন তিনি।
 
একাধিক ফ্রাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা সম্পর্কে মাশরাফি বলেন, ‘যেখানেই খেলেছি কমফোরটেবলি খেলেছি। পেশাদার খেলোয়াড় হিসেবে খেলছি। ’

‘এছাড়া খেলা চলাকালে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে একাধিকবার কৌশল পরিবর্তন করতে হয়েছে। সোহাগ গাজি ভালো বল করার পরও তাকে পরে আর বোলিংয়ে আনা হয়নি। যেহেতু হাতে অনেক অপশন ছিল, সে কারণে কৌশল পরিবর্তন সহজ ছিল। ’-যোগ করেন মাশরাফি।

খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে মাশরাফির অভিমত, ‘লাসিথ মালিঙ্গার মতো অভিজ্ঞরা এক ওভার খারাপ করলেও পরে মানিয়ে নিতে পারেন। ’

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে মাশরাফির ভাষ্য, ‘প্রথম অবস্থায় মাঠে খেলতে গেলে রান একটু কম আসবেই। পরে যারা খেলবে পিচ থেকে তারা বাড়তি সুবিধা পাবে। ’

রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামি বলেন, ‘শুরুর দিকে মুশফিকসহ দ্রুত ইউকেট হারানো এবং ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ কিছু ক্যাচ মিস হওয়ায় ম্যাচ নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। ’ অনেকটা মজা করে এই ওয়েস্ট ইন্ডিজ তারকা বলেন, ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’।

প্রথম ম্যাচ হেরে গেলেও দ্রুত তার দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাজশাহী কিংসের দলপতি।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘন্টা, ৫ নভেম্বর, ২০১৭
এনইউ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।