ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাট করছে তামিমহীন কুমিল্লা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ব্যাট করছে তামিমহীন কুমিল্লা ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট সিক্সার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের দলপতি নাসির হোসেন।

কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে। অপরদিকে, বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলেছিল সিলেট।

নিজেদের প্রথম ম্যাচে নাসির-সাব্বিরদের সিলেট ঢাকাকে হারায় ৯ উইকেটের বড় ব্যবধানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হয় সিলেট-কুমিল্লার ম্যাচটি।

কুমিল্লা দলে পাচ্ছে না তাদের আইকন তামিম ইকবালকে। ইনজুরির কারণে প্রথম ম্যাচে নেই তামিম। দলকে নেতৃত্ব দেবেন আফগানিস্তানের তারকা মোহম্মদ নবী।

দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। সন্ধ্যা সাতটায় একই ভেন্যুতে ম্যাচটি গড়াবে।

সিলেট সিক্সার্স: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হোয়াইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাংকেট, ক্রিসমার সান্তোকি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলোক কাপালী, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।