ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব ভালোই উপভোগ করছেন নাসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
অধিনায়কত্ব ভালোই উপভোগ করছেন নাসির ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: স্বাগতিক সিলেট সিক্সার্সকে টানা দুই ম্যাচে বিজয়ী করায় ক্যাপ্টেন্সি খুব ভালো উপভোগ করছেন নাসির হোসেন। ঢাকা ডায়নামাইটসের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও জয় পেয়েছে নাসিরের নেতৃত্বে থাকা সিলেট।

ম্যাচ শেষে নাসির জানান, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় কোনো দল নেই। যে কোনো দলই জিততে সক্ষম।

এজন্য একজন খেলোয়াড়ের পারফরমেন্সই যথেষ্ট। টি-টোয়েন্টিতে একজন খেলোয়াড় ভালো পারফর্ম করে দল জেতাতে সক্ষম। ’

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসির। টিমে কোনো তারকা খেলোয়াড় না থাকলেও যারা আছেন তারা খুবই হেল্পফুল বলে মন্তব্য করেন তিনি। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভালো থাকলেও পরিকল্পনা অনুযায়ী খেলা এবং রান চেজ করা নিয়ে ম্যাচের শুরু থেকেই জেতার আশাবাদী ছিলেন-বলেন সিক্সার্স অধিনায়ক।

সিলেটের দুই ওপেনার ভালো সূচনা দিয়েছেন। তারা আউট হয়ে যাওয়ায় দল চাপে পড়ে। তাই ওপেনারের ওপর দল নির্ভর কিনা এমন প্রশ্নে নাসির বলেন, ‘দলের সব বিভাগেই ভাল খেলোয়াড় আছে। তারা ছাড়াও ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে আরো দক্ষ ‘অস্ত্র’ রয়েছে দলে। তারাও দলকে জেতানোর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। তবে কিছু ভুল পরিকল্পনার কারণে ম্যাচের জয় পেতে বিলম্ব হয়। নতুবা আরো আগেই জয় পাওয়া যেতো। ’

ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিকে, সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মোহাম্মদ নবী জানান, ‘২০১৫ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কত্ব করেছিলাম। কিন্তু লিগ পর্যায়ে নেতৃত্ব দেওয়া এটাই প্রথম। এজন্য প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেছি। দলে দক্ষ ও সিনিয়র ক্রিকেটাররা বেশি বেশি সহযোগিতা করেছে। ’

দলের পরাজয় সম্পর্কে তিনি বলেন, ‘খেলোয়াড়রা ব্যাটিং-বোলিং ভালো করলেও প্রতিপক্ষ দল আমাদের চেয়ে আরো ভালো খেলেছে, যে কারণে তারা জিতেছে। ’

তবে, প্রথম ম্যাচে হারলেও পরবর্তীতে ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন আফগানিস্তানের এই ক্রিকেট তারকা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনইউ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।