ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপেক্ষা বেড়েই যাচ্ছে সাকিবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
অপেক্ষা বেড়েই যাচ্ছে সাকিবের ছবি: সংগৃহীত

উদ্বোধনী ম্যাচে বিপিএলে এক হাজারি রানের ক্লাব হাতছানি দিয়ে ডাকছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের দলপতি সাকিব আল হাসানকে। এবারের আসরে নিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সেটা পারলেন না সাকিব।

খুলনা টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে এক হাজারি ক্লাবে যেতে ৬ রান দরকার হলেও সাকিব করেছেন মাত্র ১ রান।

আগের ম্যাচে ব্যক্তিগত ২৯ রান করলেই বিপিএলের চার অঙ্কের ঘরে পৌঁছাতেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক।

আউট হয়েছিলেন ব্যক্তিগত ২৩ রানে। দ্বিতীয় ম্যাচে ইনিংসের ১৬তম ওভারে সাকিব ব্যক্তিগত ১ রান করে বিদায় নেন।

রোববার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের দলের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।

শনিবার (৪ নভেম্বর) সাত দলের অংশগ্রহণে এবারের এডিশনের পর্দা উঠেছে। মর্যাদাপূর্ণ এক হাজারি রানের তালিকায় নাম লেখানোর সবচেয়ে কাছে সাকিব। এই আসরে নামার আগে ৯৭১ রান করতে ৪৮টি ম্যাচ (৪৭ ইনিংস) খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

গত আসর দিয়ে তিনজন ১ হাজার রান স্পর্শ করেন। এই আসরে নামার আগে সবার উপরে ছিলেন মুশফিকুর রহিম। ৪৬ ম্যাচে (৪৩ ইনিংস ব্যাটিং করেছেন) তার সংগ্রহ ১১৭২। ব্যাটিং গড় ৩৬.৬২। দ্বিতীয় স্থানে বাংলাদেশ ক্রিকেটের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৫১ ম্যাচে (৪৭ ইনিংস) তার ব্যাট থেকে এসেছে ১০৮৮। গড় ২৭.২০। দ্রুততম সময়ে ১ হাজার রানের রেকর্ড গড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিপিএলে নিজের ৩৪ ম্যাচের ৩৩ ইনিংসে ব্যাট করে ৩৪.২০ গড়ে তামিমের রান ১০২৬। পঞ্চম স্থানে পাকিস্তান ওপেনার আহমেদ শেহজাদ (২৭ ম্যাচে ৯৩৭)।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ৫ নভেম্বর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।