ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-মুমিনুলরা ছক্কা হাঁকালে সবুজ হবে দেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
মুশফিক-মুমিনুলরা ছক্কা হাঁকালে সবুজ হবে দেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের গতবারের রানার্সআপ রাজশাহী কিংস এবার দারুণ এক ঘোষণা দিয়েছে। দলের ক্রিকেটাররা যতগুলো ছক্কা হাঁকাবে, ঠিক ততগুলো চারাগাছ লাগাবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। মাঠের বাইরের এই কাজের ঘোষণা বেশ প্রসংশিত হচ্ছে।

রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় এটি। শুধু রাজশাহীর মুশফিক-স্যামিদের ছক্কার জন্যই নয়, তারা অনুরোধ করেছে ক্রিকেটপ্রেমী সকলকে গাছ লাগানোর।

রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, ‘সবুজ শহর রাজশাহী, প্রাণের শহর রাজশাহী, সবচেয়ে বায়ু দূষণ মুক্ত শহরের একটির স্বীকৃতি পাওয়া শহর আমাদের এই রাজশাহী। রাজশাহীর মতো পুরো দেশকে সবুজ ও সুন্দর করতে এই বিপিএল-এ আমাদের একটি উদ্যোগ "A6ATree" ক্যাম্পেইন। কী হবে "A6ATree" ক্যাম্পেইনে? রাজশাহী কিংসের ক্রিকেটাররা এবারের বিপিএল-এ যতগুলো ছক্কা হাঁকাবেন, ততগুলো বৃক্ষরোপণ করব আমরা। ’

তারা আরও জানায়, ‘আপনারাও এই উদ্যোগে আমাদের সাথে অংশ নিতে পারেন। আপনার প্রিয় দলের কেউ যদি বিপিএলে ছক্কা হাঁকান তবে আপনিও একটি বৃক্ষরোপণ করুন, আর আমাদেরকে ছবি পাঠান #A6ATree হ্যাশট্যাগ দিয়ে। সেরা ছবিগুলো ফিচার করা হবে আমাদের প্ল্যাটফর্মে। আসুন, পুরো দেশকেই আমরা রাজশাহীর মতো সবুজ ও সুন্দর করে তুলি। ’

এবারো শক্তির দিক থেকে কমতি রাখেনি বিপিএলের অন্যতম শিরোপার দাবীদার দলটি। গতবার ১৫ ম্যাচ খেলে কিংসরা জয় তুলে নিয়েছিল ৮ ম্যাচে। ফাইনালে সাকিবের ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে শিরোপার কাছে গিয়েও তা হাতছাড়া করে পদ্মা পাড়ের দল রাজশাহী।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামির নেতৃত্বে গতবারের রানার্সআপ দলটিতে এবার যোগ দিয়েছেন টাইগারদের মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। আইকন এই তারকার সাথে থাকছেন সিনিয়র-জুনিয়র দেশি-বিদেশি তারকারা। রাজশাহীর ব্যাটিং শক্তির সঙ্গে থাকছে বোলিংয়ে অন্যতম ভরসা কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান।

রাজশাহী কিংস স্কোয়াড:
লুক রাইট, কেরসিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, উসামা মীর, রাজা আলী দার, মুশফিকুর রহিম, মমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।