ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সৌম্য-তাসকিনদের বিপিএল শুরু আজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
সৌম্য-তাসকিনদের বিপিএল শুরু আজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

একদিন বিরতির পর মাঠে ফিরছে বিপিএলের উত্তেজনা। প্রথম দুই দিনের চার ম্যাচে খেলেছে ছয়টি দল। বাকি কেবল সৌম্য-মিসবাহ-তাসকিনদের চিটাগং ভাইকিংস। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ দিয়ে পঞ্চম আসর শুরু করতে যাচ্ছে তারা।

চিটাগংকে প্রথম পরীক্ষা দিতে হবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়।

নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে ২০১৫ আসরের চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে খেলতে পারেননি দলের অধিনায়ক ও আইকন ক্রিকেটার তামিম।

চিটাগং ভাইকিংসের আইকন সৌম্য সরকার। অধিনায়কত্ব পাকিস্তানের অভিজ্ঞ মিসবাহ উল হকের কাঁধে। জয় দিয়ে শুভ সূচনা করতে চায় চিটাগং। অন্যদিকে, সিলেট সিক্সার্সের কাছে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া কুমিল্লা। সব মিলিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই উপভোগ করতে পারেন দর্শকরা।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে উড়ন্ত সিলেটের মুখোমুখি হবে প্রথম ম্যাচে হেরে যাওয়া রাজশাহী কিংস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী দিনে (৪ নভেম্বর) মাশরাফির রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে হার মানে মুশফিক-স্যামির দল।

উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা ডায়নামাইটসকে স্রেফ উড়িয়ে দেয় স্বাগতিক শিবির। দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সকে ৬৫ রানে হারিয়ে ছন্দে ফেরে ঢাকা।

টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নাসির-সাব্বিরের সিলেট সিক্সার্স। সমান ম্যাচে এক জয়ে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ২। এ দু’টি দলই এখন পর্যন্ত দু’টি করে ম্যাচ খেলেছে।

ঢাকার চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে জয় দিয়ে শিরোপা মিশন শুরু করা রংপুর রাইডার্স। পরের তিনটি অবস্থানে যথাক্রমে পয়েন্টের অপেক্ষায় থাকা কুমিল্লা, রাজশাহী ও খুলনা।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ৭ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।