ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ধোনি একজন কিংবদন্তি, দলের কারো এতে সন্দেহ নেই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
‘ধোনি একজন কিংবদন্তি, দলের কারো এতে সন্দেহ নেই’ ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা। নতুনদের সুযোগ দিতে ধোনির টি-২০ থেকে অবসর নেওয়া উচিৎ এমন মন্তব্য করেছেন ভিভিএস লক্ষণ ও অজিত আগারকার। আবার সুনীল গাভাস্কার ও বীরেন্দর শেবাগ ধোনির পাশে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নামবে টিম ইন্ডিয়া। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রথম ম্যাচে ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন ধোনি। দ্বিতীয় ম্যাচে দল হারলেও তার ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৯।

সাবেক পেসার আগারকার সংক্ষিপ্ত সংস্করণে ধোনির ফর্ম নিয়ে প্রশ্ন তুললেও বর্তমান পেস আইকন ভুবনেশ্বর কুমারের চোখে ধোনি একজন ‘লিজেন্ড’।

সংক্ষিপ্ত ফরমেটে ধোনির প্রভাব বিস্তারের ব্যর্থতায় দল খুব বেশি চিন্তিত নয় বলে জানিয়েছেন ভুবনেশ্বর, ‘আমরা টিম হিসেবে এটা নিয়ে খুব বেশি ভাবছি না। তার রেকর্ডের দিকে তাকান, তিনি একজন লিজেন্ড এবং দলের কেউ এ নিয়ে সন্দিহান নন। যা কিছু তিনি করে দেখিয়েছেন, দেশের জন্য করেছেন। তাই তাকে নিয়ে টিমের কেউ উদ্বিগ্ন নয়। ’

টেস্ট ছাড়ার পর শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেট খেলে যাচ্ছেন ৩৬ বছর বয়সী ধোনি। দুই ফরমেটেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলির কাছে। তিনশ’র বেশি ওয়ানডে খেলা ধোনি এখন পর্যন্ত ৮২টি টি-টোয়েন্টিতে ৩৫.৫৮ গড়ে ১২৮১ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৩.৪১।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ৭ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।