ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঘন কুয়াশায় ক্যারিবীয়ানদের সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ঘন কুয়াশায় ক্যারিবীয়ানদের সফর স্থগিত ছবি: সংগৃহীত

নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের সফল আয়োজনের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কোনো শঙ্কা ছিল না পাকিস্তানের। তবে, সেটা আপাতত স্থগিত করতে হচ্ছে। আর সেটা করতে বাধ্য হচ্ছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি মাসেই পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ক্যারিবীয়দের। বিপিএলের এবারের আসরে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা খেলছেন।

এখান থেকেই পাকিস্তানের বিমানে চেপে বসার কথা ছিল তাদের।

কিন্তু, সিরিজে বাধ সেধেছে লাহোরের ঘন কুয়াশা। বিকেল গড়াতেই সেখানে সকালের মতোই ঘন কুয়াশায় চারদিক ঢেকে যাচ্ছে। এমন অবস্থায় লাহোরে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা এই প্রতিকূল আবহাওয়ায় ক্রিকেটারদের খেলতে পাঠাতে চাইছে না। এছাড়া, বর্তমানে তারা বিপিএল আসরে প্রতিজ্ঞাবদ্ধ থাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আপাতত স্থগিত করতে পাকিস্তানকে অনুরোধ করে।

.পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই মুখপাত্র জানান, ‘পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নভেম্বরে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য একমত হয়েছিল। দুই বোর্ডের মধ্যে এটা নিয়ে আলোচনা চলছে। কিন্তু আবহাওয়া ও অন্য কিছু কারণে আমরা সিরিজটি পিছিয়ে দিতে চাই। ’

তিনি আরও যোগ করেন, ‘আমরা লাহোরের ঘন কুয়াশার খোঁজ রাখছি। আবহাওয়া অফিসের সঙ্গে সব সময়ই যোগাযোগ রাখা হচ্ছে। তবে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পিছিয়ে গেলে তা আগামী বছরের মার্চের দিকে অনুষ্ঠিত হতে পারে। খুব শিগগিরই সূচি জানানো হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।