ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে রংপুর ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এর আগে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিলো রংপুর। এবার কোচ টম মুডির শিষ্যদের সামনে টানা দ্বিতীয় ম্যাচ জেতার হাতছানি।

অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে মিসবাহ উল হকের নেতৃত্বে চিটাগং।

রংপুর রাইডার্সঃ শাহরিয়ার নাফিস, জোনাথন চার্লস, সামিউল্লাস সেনওয়ারি, রবি বোপারা, থিসারা পেরেরা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, জিয়াউর রহমান, সোহাগ গাজী, নাজমুল হোসেন, লাসিথ মালিঙ্গা।

চিটাগাং ভাইকিংসঃ সৌম্য সরকার, এনামুল হক বিজয়,  মিসবাহ উল হক, লুক রঞ্চি, দিলশান মুনাবেরা, লুইস রিস, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, সিকান্দার রাজা, তানভির হায়দার।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।