ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ময়মনসিংহে অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ময়মনসিংহে অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

বুধবার (০৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) শাহরিয়ার আলম প্রমুখ।

এ টুর্নামেন্টে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুরসহ মোট ৯টি টিম অংশ নিচ্ছে। টাঙ্গাইল ও গাজীপুরের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।