ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অপরাজিত সিলেটের বিপক্ষে ফিল্ডিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
অপরাজিত সিলেটের বিপক্ষে ফিল্ডিংয়ে খুলনা ছবি:আবু বকর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন দল হয়েও উড়ছে সিলেট সিক্সার্স। ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের তিন ম্যাচের সবকটিতে জিতে নিয়েছে নাসির হোসেনের নেতৃত্বে দলটি। যেখানে নিজেদের চতুর্থ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।

এখন পর্যন্ত দুর্দান্ত খেলা সিলেট তিন ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে খুলনা এর আগে এক ম্যাচ খেলে হেরেছে।

রয়েছে টেবিলের তলানিতে।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে যাত্রা শুরু করে সিলেট। জয়ের ধারাবাহিকতা ধরে রাখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের বিপক্ষেও। তবে খুলনা নিজেদের প্রথম ম্যাচে ঢাকার কাছে বড় ব্যবধানে হেরে যায়।

খুলনা টাইটান্স: চাদউইক ওয়ালটন, মাইকেল ক্লিঙ্গার, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, রিলে রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, জোফরা চিওক আর্চার, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, আবু জায়দে।

সিলেট সিক্সার্স: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, ধানুশকা গুনাথিলাকা, রস উইথলি, নাসির হোসেন (অধিনায়ক), নুরুল হাসান, আবুল হাসান, তাইজুল ইসলাম, ক্রিসমার সান্তকি, মোহাম্মদ শরিফ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।