ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সরি ভাই, সরি ভাই: ভিডিওতে শুভাশিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
সরি ভাই, সরি ভাই: ভিডিওতে শুভাশিস মাঠে মাশরাফি-শুভাশিসের মধ্যে সেই মুহূর্ত

ঢাকা: বিপিএলে টানা দ্বিতীয় জয়ের পথেই ছিল রংপুর রাইডার্স। তবে তাসকিন আহমেদের দুর্দান্ত এক ওভারেই মূলত ১১ রানে হার মানতে হয় মাশরাফিদের। এতে দারুণ জয় তুলে নেয় চিটাগং ভাইকিংস। তবে মাঠের একটা ‘ঘটনা’ সব কিছু ছাপিয়ে গেছে। কারণ ঘটনাটি টাইগার আইকন ক্রিকেটার মাশরাফির সঙ্গে।

ম্যাচের ১৭তম ওভারের চতুর্থ বল ইয়র্কার ছোড়েন পেসার শুভাশিস রায়। ওপ্রান্তে ব্যাটসম্যান মাশরাফি।

দারুণ ইয়র্কার, ঠেকালেন মাশরাফি। কিন্তু নিজের বল কুড়িয়ে নিয়ে মাশরাফির দিকে ছুড়ে মারতে উদ্যত হন শুভাশিস। হাত ইশারা করে মাশরাফি বলেন, ‘যা’। এতেই মাঠের মধ্যে কথার লড়াই শুরু হয় মাশরাফি-শুভাশিসের মধ্যে।

তবে মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ও লেগ স্পিনার তানবীর হায়দার উভয়কে শান্ত করেন।  
 
ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। যেখানে ‘কাঠগড়ায়’ তোলা হচ্ছে শুভাশিসকে।  

এদিকে সংবাদ সম্মেলনে ‘সরি’ বলার পরও নিজের ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি বলে নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন মাশরাফি। এতে ভক্তদের উদ্দেশ্যে টাইগার অধিনায়ক অনুরোধ জানিয়ে বলেন, মাঠের ঘটনা মাঠে রাখুন। প্রায় চার মিনিটের ওই ভিডিওতে আরো অনেক কিছুই বলেছেন মাশরাফি।

অন্যদিকে শুভাশিস রায়ও মাঠের ওই ঘটনা নিয়ে একটি ভিডিও আপলোড করেছেন। যাতে মাশরাফিকে উদ্দেশ্য করে দুঃখ প্রকাশ করেছেন টাইগার এ তরুণ ক্রিকেটার। ভিডিওতে শুভাশিষ ছাড়াও কথা বলেছেন মাশরাফি, তাসকিন, শাহরিয়ার নাফিস।
 
ভিডিওতে প্রথমে তাসকিন বলেন, আজকে আমরা একটা মজার ম্যাচ জিতেছি। তার মধ্যে শুভাশিস ভাই একটা ইনসিডেন্ট ঘটিয়েছেন। যা আসলে খেলার মাঠে ভুল হয়ে গিয়েছিলো। সে বিষয়ে শুভাশিস ভাই কিছু বলতে চায়।
 
পরে মাশরাফি বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আর ও (শুভাশিস) পুরোপুরি ঠিক আছি। সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন, আশা করি ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে’।
 
শুভাশিসের প্রতি শুভকামনা জানিয়ে মাশরাফি বলেন, ‘ও খুব প্রমিজিং। অনেক ভালো করছে। আশা করছি সামনে আরও ভালো খেলবে। এই দোয়া ওর জন্য আমিও করি আপনারাও করবেন’।
 
এর পরে শুভাশিস মাশরাফিকে জড়িয়ে ধরে বলেন, ‘সরি ভাই, সরি ভাই। আমার ভুল হয়ে গেছে। এই বলেই সবাই হেসে দেন’।
 
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।