ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোনো রান না দিয়ে ১০ উইকেট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
কোনো রান না দিয়ে ১০ উইকেট! ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে শুধুমাত্র দু’জন বোলারের। ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে টেস্ট এক ইনিংসে ১০ উইকেট করে নিয়েছেন। ওয়ানডেতে সর্বোচ্চ এক ইনিংসে আট উইকেট নেওয়ার রেকর্ড শ্রীলঙ্কার চামিন্দা ভাসের। আর টি-টোয়েন্টিতে ছয়টি উইকেট নিয়েছে লঙ্কান অজান্তা মেন্ডিস।

ওপরের তারকারা কীর্তির সঙ্গে অবশ্য রান দিয়েছেন। তবে আর্ন্তজাতিকে ক্রিকেট না হলেও ভারতের এক স্থানীয় টি-২০ লিগে এক ইনিংসে কোনো রান না দিয়ে ১০ উইকেট নিয়েছে আকাশ চৌধুরী নামের এক তরুণ।

রাজস্থানে মৃত বাহয়ার সিং টি-২০ টুর্নামেন্টে পার্ল একাডেমির বিপক্ষে মাঠে নেমেছিলো ১৫ বছর বয়সী আকাশের দল দিশা ক্রিকেট একাডেমি। যেখানে প্রথমে ব্যাট করে দিশা ২০ ওভারে ১৫৬ রান তোলে। তবে জবাবে নেমে আকাশের বাঁহাতি পেসের সামনে ৩৬ রানেই শেষ হয় পার্লের ইনিংস।

আকাশ তার প্রথম ওভারে দুটি উইকেট নেয়। পরের দুই ওভারেও দুটি করে উইকেট নেয়। যেথানে নিজের শেষ ওভারে হ্যাটট্রিক সহ চারটি উইকেট তুলে নেয় সে।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।