ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের ক্রিকেটের জন্য এটা ক্ষতিকর: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
দেশের ক্রিকেটের জন্য এটা ক্ষতিকর: সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে প্রতিটি দলের একাদশে চারজনের পরিবর্তে পাঁচজন করে ক্রিকেটার খেলানোর বিষয়টি নিয়ে বেশ সমালোচোনার জন্ম দিয়েছিল। শুরুর দিকে এই বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখালেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের দলপতি সাকিব আল হাসান এখন ব্যাপারটিকে বাংলাদেশের জন্য ক্ষতিকর হিসেবেই দেখছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সাকিব জানান, ‘প্রথমে পাঁচজন বিদেশি খেলানো নিয়ে আমি ইতিবাচক ছিলাম। এখন দেখছি, এজন্য আমাদের স্থানীয় খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না।

যা আমাদের দেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর। ’

বিপিএলের পরই বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দেশের মাটিতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। এবারের বিপিএলে লঙ্কান ক্রিকেটারদের আধিক্য থাকায় সাকিব কিছুটা চিন্তিত।

সাকিব আরও জানান, ‘এবারের আসরে লঙ্কান ক্রিকেটাররা ভালো করছে, যার প্রভাব লঙ্কানদের বিপক্ষে আগামী হোম সিরিজে পড়তে পারে বলে মনে করছি। সিরিজের আগে এক প্রকার অনুশীলনই করে নিচ্ছে লঙ্কানরা। কন্ডিশন এবং উইকেট সম্পর্কে তারা ভালো ধারনা পাচ্ছে। এখানে খেলে সিরিজের আগে তারা নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আর আমাদের দেশি ক্রিকেটাররা তাদের জন্য খেলার সুযোগ পাচ্ছে না। হোম সিরিজে এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।