ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পান্ডিয়াকে বিশ্রাম দিয়ে ভারতের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
পান্ডিয়াকে বিশ্রাম দিয়ে ভারতের টেস্ট দল ঘোষণা ছবি:সংগৃহীত

হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। আগামী ১৬ নভেম্বর কলকাতায় প্রথম টেস্ট খেলবে ভারত ও শ্রীলঙ্কা।

অলরাউন্ডার পান্ডিয়ার বিশ্রাম প্রসঙ্গে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে নির্বাচকমণ্ডলী হার্দিককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লাগাতার খেলার ফলে, চোট আঘাত থেকে মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির সময় থেকেই প্রতিটি ফরম্যটের ক্রিকেটেই ভারতীয় দলের নিয়মিত সদস্য হার্দিক পান্ডিয়া। ফলে পর পর টুর্নামেন্টে খেলায় স্বভাবতই ক্লান্ত তিনি। দলের সেরা অস্ত্রকে চাঙ্গা রাখতেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে মনে করছে ভারতের ক্রিকেট মহল।

ভারতীয় টেস্ট দল: বিরাট কোহলি, লোকেশ রাহুল, মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতশ্বর পুজারা, আজিঙ্কে রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান শাহ, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।