ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করলেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করলেন ওয়াসিম ছবি:সংগৃহীত

ভারত-পাকিস্তান সিরিজ মানেই বাড়তি উত্তেজনা। তবে প্রায় এক দশক হতে চললো কোনো পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামছে না তারা। এতে অবশ্য দু’দেশের রাজনৈতিক অস্থিরতাই দায়ী। কিন্তু এমন অবস্থায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দায়ী করলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করে ওয়াসিম জানান, ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ চালু না হওয়ায় পেছনে সরাসরি আইসিসেই দায়ী। সুইং অব সুলতান খ্যাত পাক সাবেক পেসার বলেন, ‘বিসিসিআইকে রাজি করাতে পারছে না আইসিসি।

রাজনীতির সঙ্গে খেলাকে জড়িয়ে ফেলাটাও ঠিক নয়। ’ 

ওয়াসিমের মতে ২২ গজে ভারত–পাক লড়াই অ্যাশেজের উন্মাদনাকেও পেছনে ফেলবে। তিনি আরও বলেন, ‘অ্যাশেজ সিরিজের চেয়েও বেশি উত্তেজনা থাকে ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচে। অ্যাশেজ সিরিজে যা দর্শক হয়, তার কয়েকগুণ বেশি দর্শক উপস্থিত থাকে ভারত–পাক ম্যাচে। ’ 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি ২০১৪ সালে বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেখানে বলা হয়েছিল ২০১৫ থেকে ২০২৩ এর মধ্যে দু’দেশ ৬ টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। কিন্তু সীমান্তে অশান্তির জন্য পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি নয় ভারত।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।