ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছেন নাসিররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছেন নাসিররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এবারের আসরের শুরুটা দুর্দান্তই করেছিলো নাসির হোসেনের সিলেট সিক্সার্স। প্রথম তিন ম্যাচের তিনটিতেই তুলে নিয়েছিলো টানা জয়। কিন্তু হঠাৎই যেন ছন্দ হারায় দলটি। টানা দুটি ম্যাচ হেরে গেল।

গত ৮ নভেম্বর খুলনা টাইটান্সের কাছে ৬ উইকেটে হারের পর শনিবার (১১ নভেম্বর) ঢাকার কাছে হেরে গেল ৮ উইকেটের বড় ব্যবধানে।

আর টানা দুই হারে সিলেটর দলীয় আত্মবিশ্বাসে বেশ বড় ধাক্কা লেগেছে বলে জানালেন সিলেট সিক্সার্স দলপতি নাসির হোসেন, ‘আত্মবিশ্বাসে তো অবশ্যই ধাক্কা লাগবে।

ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মোমেন্টাম। সেই মোমেন্টামটি পরের ম্যাচে সাথে নিয়েই ঘুরে দাঁড়াতে চাই। ’ শনিবার (১১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে তিনি একথা বলেন।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএসময় দলের হারের কারণ জানাতে গিয়ে নাসির বলেন, ‘শুরুতেই আমাদের মোমেন্টাম খুব খারাপ ছিলো। কারণ প্রথম ছয় ওভারে আমরা শুরুটা ভালো করিনি। ভালো শুরুটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম তিনটি ম্যাচে আমরা কিন্তু শুরুটা ভালো করেই জিতেছি। এই ম্যাচে আমাদের তেমন হয়নি বলেই তেমন রান করতে পারিনি। ’

উল্লেখ্য, বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে পয়েন্ট খুঁইয়েছে টেবিলের শীর্ষস্থানধারী দল সিলেট সিক্সার্স। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। আর তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে সাকিবের ঢাকা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।