ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিটের চাপেই সিলেটে নিষ্প্রভ ছিলেন আবু জায়েদ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
টিকিটের চাপেই সিলেটে নিষ্প্রভ ছিলেন আবু জায়েদ! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিজ শহর সিলেটে বল হাতে জ্বলে উঠতে পারেননি খুলনা টাইটান্স পেসার আবু জায়েদ রাহি। দুই ম্যাচে তার উইকেট সংখ্যা মাত্র ১টি। অথচ বিপিএল ঢাকায় ফিরতে না ফিরতেই যেন বদলে গেলেন ২৪ বছর বয়সী এই ডানহাতি মিডিয়াম পেসার। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচেই তুলে নিলেন ৪টি উইকেট!

ঢাকায় তার বোলিং ঝলকে দর্শক গ্যালারিতে উন্মাদনার সৃষ্টি করলেও সিলেটে সেটা না পারার কারণ হিসেবে মজার তথ্যই দিলেন রাহি। নিজ শহরে বিপিএল হচ্ছে তাই টিকেটের জন্য নাকি আত্মীয়-পরিজন অনেকেই চাপ দিচ্ছিলো।

তাতে করে ম্যাচে শতভাগ মনোযোগী থাকতে পারেননি। তাই তার বোলিংও ভালো হয়নি।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম‘ঘরের একটু চাপ ছিল। তার উপর টিকেটের জন্য অনেক বেশি চাপ ছিল। আউট অব ক্রিকেট ছিলাম। হয়তো বা এর জন্য। ’

রোববার (১২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য দিলেন এই খুলনা টাইটান্স পেসার।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএসময় চিটাগং ভাইকিংসের বিপক্ষে বল হাতে নিজের এমন সফলতার গল্প শোনাতে গিয়ে রাহি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল জায়গায় বোলিং করা। আর যদি সুইং করে তবে সুইং করানো। একটা জায়গায় বোলিং করাই ছিল মূল উদ্দেশ্য। আমরা পরিকল্পনা অনুযায়ী করতে পেরেছি তাই সাফল্য পেয়েছি। ’

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমতবে ৪ ওভারে দেয়া ৩৫ রানকে ব্যয়বহুল বলতে মোটেও কার্পণ্য করলেন না তিনি, ‘আমার কাছে মনে হয়েছে একটু ব্যয়বহুল। তবে ঠিক আছে চারটা ভালো উইকেট। একটু ব্যয়বহুল ম্যাচ জিতেছি ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।