ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেখে নিন টাইগারদের সতীর্থ কারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
দেখে নিন টাইগারদের সতীর্থ কারা ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। পিএসএলের প্রথম দুই আসরের ম্যাচ তাদের দ্বিতীয় হোম ভেন্যু আবর আমিরাতে হয়েছে। শুধু দ্বিতীয় আসরের ফাইনালটি হয়েছিল পাকিস্তানের লাহোরে। এবার পাকিস্তান থেকেই তৃতীয় আসর শুরু হবে। দেশটির করাচিতে অনুষ্ঠিত হবে তৃতীয় আসরের প্রথম ম্যাচটি।

পিএসএলের ষষ্ঠ দল হিসেবে নাম লিখিয়েছে মুলতান সুলতানস। সাকিবকে ধরে রেখেছে তার আগের দল পেশোয়ার জালমি।

আর মাহমুদুল্লাহ রিয়াদকে ধরে রেখেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সাকিব-রিয়াদকে ধরে রাখলেও ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নিলামের জন্য ছেড়ে দিয়েছিল পেশোয়ার। তবে, নিলামে আবার সেই পেশোয়ার তামিমকে বেছে নেয়। এদিকে, মোস্তাফিজকে নিয়েছে লাহোর কালান্দার্স। ফলে, তামিম-সাকিব আবারো একই দলে খেলবেন। মাহমুদুল্লাহ কোয়েটায় আর মোস্তাফিজ লাহোরের জার্সিতে খেলবেন।

লাহোরে রোববার (১২ নভেম্বর) এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। দেখে নেওয়া যাক কে কোন দলে থাকলেন:

পেশোয়ার জালামি: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, কামরান আকমল, ড্যারেন স্যামি, হাসান আলী, হারিস সোহেল, ক্রিস জর্ডান, মোহাম্মদ আসগর, ডোয়াইন ব্রাভো, হাম্মাদ আজম, সাদ নাসিম, তাইমুর সুলতান, সামেন গুল।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: মাহমুদুল্লাহ রিয়াদ, সরফরাজ আহমেদ, কেভিন পিটারসেন, রিলে রুশো, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলী, উমর আমিন, মীর হামজা, আসাদ শফিক, শেন ওয়াটসন, কার্লোস ব্র্যাথওয়েট, রাহাত আলী, রমিজ রাজা জুনিয়র, সাদ আলী, সৌদ শাকিল, হাসান খান।

লাহোর কালান্দার্স: মোস্তাফিজুর রহমান, উমর আকমল, সুনিল নারাইন, ব্রেন্ডন ম্যাককালাম, ফখর জামান, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, আমির ইয়ামিন, বিলাওয়াল ভাট্টি, সোহেল খান, ক্রিস লিন, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহীন শাহ আফ্রিদি, গোলাম মুদাসার।

মুলতান সুলতানস: শোয়েব মালিক, কাইরন পোলার্ড, কুমার সাঙ্গাকারা, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, সোহাইব মাকসুদ, ইরফান খান, কাশিফ ভাট্টি, ইমরান তাহির, ড্যারেন ব্রাভো, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আব্বাস, নিকোলাস পুরান, আব্দুল্লাহ শফিক, সাইফ বদর।

ইসলামাবাদ ইউনাইটেড: মোহাম্মদ সামি, আন্দ্রে রাসেল, রুমমান রইস, শাদাব খান, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, ইফতিখার আহমেদ, আমাদ বাট, আসিফ আলী, জেপি ডুমিনি, লুক রনচি, ফাহিম আশরাফ, স্যাম বিলিংস, জাফর গোহার, সাহেবজাদা ফারহান, হুসেন তালাত।

করাচি কিংস: ইমাদ ওয়াসিম, উসমান খান, উসামা মির, খুররম মঞ্জুর, রবি বোপারা, বাবর আজম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শহিদ আফ্রিদি, কলিন ইনগ্রাম, মিচেল জনসন, লুক রাইট, ডেভিড উইসি, তাবিজ খান, মোহাম্মদ ইরফান জুনিয়র, হাসান মোহসিন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।