ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরুর সিদ্ধান্তে ‘আহত’ মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
হাথুরুর সিদ্ধান্তে ‘আহত’ মুশফিক ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাইগারদের হেড কোচের দায়িত্ব থেকে হাথুরুসিংহে সরে যাওয়ার সিদ্ধান্ত ‘আহত’ করেছে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। তিনি নিজেও জানেন না কোচ কেনো এটি করেছেন। এমনকি সদ্য সমাপ্ত দ. আফ্রিকা সিরিজেও তার সরে যাওয়ার বিষয়টি আঁচ করতে পারেননি মুশফিক। তবে শেষ পর্যন্ত হাথুরুসিংহে হেড কোচের দায়িত্বে থাকবেন কী না সেটি বিসিবি ও কোচের আলোচনার ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রোববার (১২ নভেম্বর) রাতে বিপিএলের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক জানান, ‘সিদ্ধান্ত কী হয়েছে, এখনও বলতে পারছি না। আর সবার মতো আমিও হতবাক।

কারণ শেষ সফরেও আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে কাজ করেছি। জানি না কী কারণে হয়েছে। তবে সেটার দায়িত্বে বিসিবি আছে। এখন বিপিএল চলছে, অনেক বড় টুর্নামেন্ট। এর ভেতরে আমরা এখানেই মনোযোগ দিচ্ছি। বাইরের যা কিছু আছে, বিসিবির কাজ করছে। সব ঠিকঠাক হয়ে গেলে ভালো। না হলে সেটা বিসিবি ও কোচের ব্যাপার। কারণ আমরা শেষ সফরে ছিলাম। জানিও না কখনও কিভাবে এটি হলো। যেটাই হোক, যেনো খুব তাড়াতাড়ি মীমাংসা হয়। ’

এসময় হাথুরুর সরে যাওয়ার সিদ্ধান্তকে তার ব্যক্তিগত ব্যাপার উল্লেখ করে মুশফিক আরও বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি যদি মনে করেন কোনো সুনির্দিষ্ট ক্রিকেটার বা দলের কারও ওপর খুশি নন, তাহলে সেটা আলাদা ব্যাপার। তিনি না আসা পর্যন্ত আমাদের কাছেও পরিস্কার নয়। তিনি আসলে বোর্ডের সঙ্গে বসে যেটা ঠিক করবেন, সেটাই হয়তো হবে। ’
 
উল্লেখ্য, গত মাসে দ. আফ্রিকা সিরিজ চলাকালীন (অক্টোবরের ১৫ তারিখের আগে) বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বিসিবিকে পদত্যাগপত্র পাঠায় চন্দকা হাথুরুসিংহে। কিন্তু বিসিবি তা গ্রহণ করেনি। তাই এখনই বলা যাচ্ছে না তিনি বাংলাদেশ ক্রিকেটের হেড কোচের দায়িত্বে থাকছেন, নাকি থাকছেন না। তার সঙ্গে আলোচনা শেষে তবেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
 
বিষয়টি এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় হাথুরু আর থাকতে চাইছেন না। কেননা এরই মধ্যে তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের নাম মুছে ফেলেছেন। আগে তার টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদবী দেওয়া থাকলেও সেটি আর এখন দেখা যাচ্ছে না। পদবীর জায়গায় হাথুরুসিংহে লিখে রেখেছেন, ‘cricket coach by profession’
 
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৭
এইচএল/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।