ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাগুরায় ২১ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
মাগুরায় ২১ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আর এ কে এইচ ইনস্টিটিউশন মাঠে ২১ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বার) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান।

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রশিক্ষণে মাধ্যমিক পর্যায়ের ৩০ জন ছাত্র অংশ নিচ্ছে।

প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন খুরশিদুর রহমান তিতাস।  

জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।