ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আফগানিস্তান ছবি:সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। আফগানদের জয়ে বোলিংয়ে ম্যাচ জয়ী ছয় উইকেট নিয়ে মুজিব জাদরান হন ম্যাচ সেরা।

কুয়ালালামপুরে গ্রুপ পর্বে ভারতের মতো শক্তিশালী দলকে হারানো নেপালের মুখোমুখি হয় আফগানরা। তবে প্রথমে ব্যাট করে ১০৩ রানেই সবকটি উইকেট হারায় নেপাল।

জবাবে তিন উইকেট হারিয়ে ও ১৭৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় আফগানিস্তান।

টসে হারা নেপালের হয়ে এদিন সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন অনিল শাহ। তবে দুঃখের কথা দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে (১৪)। দলের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মুজিব ১০ ওভারে ২৮ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার রহমান গুলের ৭১ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। তার ইনিংসটি ৬৫ বলে নয়টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিলো।

এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।