ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুজনকে এগিয়ে রাখছেন পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
সুজনকে এগিয়ে রাখছেন পাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হেড কোচ হিসেবে হাথুরুসিংহে টাইগারদের দায়িত্ব নিতে না চাওয়ায় অন্তবর্তীকালীন সেই দায়িত্ব পালন করার দৌড়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেমস ডেভেলপমেন্টের প্রধান, সাবেক সহকারী কোচ, ঢাকা ডায়নামাইটস কোচ ও টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

সোমবার (২০ নভেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে এসে একথা জানান।

পাপন বলেন, ‘পরবর্তী সিরিজ শুরু হওয়ার আগে যদি আমরা কোনো বাইরের কোচ না আনি বা ফাইনাল করতে না পারি তাহলে অবশ্যই আমাদের দেশি কেউ কোচ হবেন।

এখানে খালেদ মাহমুদ আছে। তার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তার উপরেই দায়িত্ব দেয়া হবে। ’

এর আগে সুজন বলেছিলেন, ‘অন্তর্বর্তীকালীন কোচের বিষয়টা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড অবশ্যই বিদেশি কোচের কথা ভাবছে। যদি এমন কিছু হয় প্রয়োজনে আমাকে কাজ করতে হবে তো আমি প্রস্তুত। বাংলাদেশ ক্রিকেটের জন্য আগেও আমি অনেক কাজ করেছি। এটা আমার প্যাশন। কোচ হিসেবে আমার অভিজ্ঞতাটা অনেক। তারপরও যদি সুযোগ আসে অবশ্যই চিন্তা করার ব্যাপার থাকবে। ’

বলে রাখা ভালো হেড কোচ না হলেও বাংলাদেশ ক্রিকেটের সহকারী কোচের অভিজ্ঞতা আছে সুজনের। ডেভ হোয়াটমোর ও জিমি সিডন্স যখন বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ ছিলেন তখন খালেদ মাহমুদ সুজন সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।