ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশীয় ক্রিকেটারদের দিকে তাকিয়ে ভাইকিংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
 দেশীয় ক্রিকেটারদের দিকে তাকিয়ে ভাইকিংস অনুশীলন শেষে হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে কথা বলছেন নান্নু-রনকিসহ অন্যরা

চট্টগ্রাম: বিপিএলে এখন পর্যন্ত তলানির দিকেই আছে চিটাগং ভাইকিংস। নিয়মিত খারাপ খেলছে দলের দেশীয় ক্রিকেটাররাও।

সিলেট-ঢাকার পর্বের হতাশা ভুলে ঘরের মাঠে জ্বলে ওঠতে বেশ আগেভাগেই তাই চট্টগ্রামে চলে এসেছে চিটাগং ভাইকিংস। শুরু করে দিয়েছে অনুশীলনও।

সোমবার (২০ নভেম্বর) পুরো দল গা গরম করেছে এমএ আজিজ স্টেডিয়ামে। এরপর খুদে ক্রিকেটারদের সঙ্গে কাটিয়েছেন ‘ভালো’ সময়।

হোটেলে ফেরার আগে গণমাধ্যমের মুখোমুখি হন দলের মেন্টর জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও দলের অধিনায়ক লুকে রনকি।

নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন. আমরা বেশ কিছু ম্যাচ হেরেছি তা ঠিক। কিন্তু চারটি ম্যাচ খুভ ভালো স্টার্টিং করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ফিনিশিংটা ভালোভাবে দিয়ে আসতে পারিনি। আশা করছি চট্টগ্রাম পর্বে সেসব ভুল শুধরে নিতে পারবে ছেলেরা।

দেশীয় ক্রিকেটাররা ভালো করতে না পারার আক্ষেপও ঝরেছে নান্নুর কণ্ঠে।

বলেন, এখন পর্যন্ত দেশীয় ক্রিকেটাররা তেমন ভালো করতে পারেনি। তারা ভালো করতে পারলে টুর্নামেন্টে ভালোভাবে ঠিকে থাকা সম্ভব হবে। ’

একইভাবে আশা ছাড়ছেন না অধিনায়ক লুকে রনকিও।

তিনি বলেন, ‘আমাদের হাতে আরও বেশ কিছু ম্যাচ আছে। এগুলো ভালোভাবে পার করতে চাই। তাহলে ভালো ফল আসবেই। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।