ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই সেঞ্চুরিতে স্বরূপে কোহলির টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
দুই সেঞ্চুরিতে স্বরূপে কোহলির টিম ইন্ডিয়া ছবি: সংগৃহীত

নাগপুরে দ্বিতীয় টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে ২০৫ রানে অলআউট হয়েছে সফরকারী শ্রীলঙ্কা। জবাবে, দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে তুলেছে ৩১২ রান। ১০৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করবে কোহলির দল। ভারতের চেতশ্বর পুজারা আর মুরালি বিজয় সেঞ্চুরি হাঁকিয়েছেন।

বিজয় ২২১ বলে ১১টি চার আর একটি ছক্কায় করেন ১২৮ রান। ২৮৪ বলে ১৩টি বাউন্ডারিতে ১২১ রান করে অপরাজিত থাকেন পুজারা।

৭০ বলে ৫৪ রান করে অপরাজিত কোহলি। ভারতের ওপেনার লোকেশ রাহুল ব্যক্তিগত ৭ রান করে বিদায় নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার সাদিরা সামারা ১৩ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার দিমুথ করুনারত্নে করেন ৫১ রান। এক পঞ্জিকাবর্ষে এক হাজারি রানের ক্লাবে প্রবেশ করা এই ওপেনার ১৪৭ বল খেলে ছয়টি বাউন্ডারিতে তার ইনিংসটি সাজান। তিন নম্বরে নামা লাহিরু থিরিমান্নে ৯ রানে সাজঘরে ফেরেন।

অ্যাঞ্জেলো ম্যাথিউজের ব্যাট থেকে আসে ১০ রান। হাফ-সেঞ্চুরির দেখা পান দলপতি দিনেশ চান্দিমাল। ১২২ বলে চারটি চার আর একটি ছক্কায় তিনি করেন ৫৭ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলা ২৪ রানে বিদায় নেন। এছাড়া, দাসুন শানাকা ২, দিলরুয়ান পেরেরা ১৫, রঙ্গনা হেরাথ ৪, সুরাঙ্গা লাকমল ১৭ রান করেন।

ভারতীয় পেসার ইশান্ত শর্মা তিনটি উইকেট দখল করেন। রবীচন্দ্রন অশ্বিন চারটি আর রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।