ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এমন পরিস্থিতিতে তাসকিনকে ইয়র্কার দিতে বললেন মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এমন পরিস্থিতিতে তাসকিনকে ইয়র্কার দিতে বললেন মাশরাফি চিটাগং ভাইকিংসের জার্সিতে তাসকিন আহমেদ (ডানে) / ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ম্যাচটা হেলে ছিল দুই দলের দিকেই। শেষ ওভারে জিততে হলে দরকার ১৪ রান। শেষ বলে ৩। তাসকিন আহমেদের করা শেষ বলটি উড়িয়ে সীমানার বাইরে পাঠান থিসারা পেরেরা। রুদ্ধশ্বাস ম্যাচটি জিতে নেয় রংপুর। ঘরের মাঠে শেষ রক্ষা হয়নি চিটাগং ভাইকিংসের।

ম্যাচ শেষে হতাশ তাসকিনের সঙ্গে কথা বলতে দেখা গেছে মাশরাফিকে। এখানে যতোই প্রতিপক্ষ হোক মাশরাফি তো জাতীয় দলে তাসকিনের ক্যাপ্টেনই।

আর সতীর্থের সুখে দুঃখে পাশে থাকা মাশরাফির তো পুরনো পরিচয়।  

দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মাশরাফির কাছে প্রশ্নটা ওঠলো। ম্যাচ শেষে তাসকিনকে কি বলছিলেন? 'তাসকিনকে বলেছি যখনি ভবিষ্যতে এমন পরিস্থিতি আসবে ইয়র্কার দিতে। '-বলেন মাশরাফি।

মাশরাফি আরও যোগ করেন, ‘যখন আমি জাতীয় দলে ওর ক্যাপ্টেন থাকি তাকে সবসময় বলি ইয়র্কার দিতে। আর সে আমার টিমে (বাংলাদেশ) ইয়র্কার দেওয়ার ক্ষেত্রে সেরাদের একজন। সে আজও ট্রাই করেছিল ইয়ার্কার দিতে। কিন্তু আজ হয়নি। থিসারার ব্যাটে বলে হয়ে গেল। ১৮তম ওভারটাটা বেশ ভালো বল করেছিল। ভবিষ্যতে হয়তো এমন পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে দেবে। ’

বাংলাদেশ সময়র: ২৩৩৫ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।