ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে খুলনা, তলানিতে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
শীর্ষে খুলনা, তলানিতে চিটাগং ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার কোনো খেলা নেই। আসরের দুই দিন পর বিশ্রামের অংশ হিসেবে আজ মাঠে নামছে না কোনো দল। তবে আগামীকাল থেকে আবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামবে দলগুলো, এবার হবে টানা তিনদিন বিপিএলের উত্তেজনা।

চট্টগ্রামে বিপিএলের তৃতীয় পর্বের খেলা চলছে। আর সাগরিকার পাড়ে এসে উন্নতি হয়েছে খুলনা টাইটান্সের।

পয়েন্ট টেবিলে আট ম্যাচের পাঁচটিতে জয় ও দুটি হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মাহমুদউল্লাহ’র নেতৃত্বে খুলনা।

সাত ম্যাচে পাঁচ জয় ও দুটি হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরের অবস্থানটি ঢাকা ডায়নামাইটসের। আট ম্যাচে চার জয় ও তিন হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় সাকিব-আফ্রিদিরা।

দারুণভাবে ঘুরে দাঁড়ানো রংপুর রাইডার্স আছে চতুর্থ স্থানে। আট ম্যাচে চার জয় ও সমান হারে মাশরাফিরা ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে হারের বৃত্তেই রয়েছে সিলেট সিক্সার্স। ৯ ম্যাচে তিন জয় ও পাঁচ হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ৭ পয়েন্ট পাওয়া নাসির-সাব্বিররা রয়েছে পঞ্চম স্থানে।

বাদ পড়ার শঙ্কায় রয়েছে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। আট ম্যাচে তিন জয় ও পাঁচ হারে মাত্র ৬ পয়েন্ট অর্জন করেছে ষষ্ঠ স্থানে থাকা স্যামি-মুশফিকরা। সবার শেষে রয়েছে বর্তমানে ঘরের মাঠে খেলা চিটাগং। আট ম্যাচে দুই জয় ও পাঁচ হারে পাঁচটি পয়েন্ট ঘরে তুলেছে দলটি।

এদিকে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার ওপরে রয়েছেন রংপুরের রবি বোপারা। আট ইনিংসে প্রায় ৫৮ গড়ে এখন পর্যন্ত ২৮৯ রান করেছেন ইংলিশ এ ব্যাটসম্যান। সাত ইনিংসে ৪১.৩৩ গড়ে ২৪৮ রান নিয়ে দ্বিতীয় খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ। সাত ইনিংসে প্রায় ৪০ গড়ে ঢাকার ওপেনার এভিন লুইস ২৩৯ রান করে তৃতীয়স্থানে রয়েছেন।

বোলিংয়ে বাংলাদেশিরাই দাপট অব্যাহত রেখেছে। সাত ইনিংসে ১৩ উইকেট নিয়ে সবার ওপরে খুলনা পেসার আবু জায়েদ। চিটাগংয়ের তাসকিন আহমেদ সাত ইনিংসে ১১টি উইকেট নিয়েছেন। সমান ম্যাচে সমান উইকেট নিয়ে তৃতীয় ঢাকার পেসার আবু হায়দার রনি।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।