ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

নানা হলেন নাজমুল হাসান পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
নানা হলেন নাজমুল হাসান পাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টানা দুইবারের নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন নানা হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার বড় মেয়ে সুনহেরা রহমানের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান।

নাজমুল হাসান পাপনের ঘনিষ্ট সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘নানা হয়েছেন খবর পাওয়া মাত্রই পাপন অ্যাপোলো হাসপাতালে ছুটে যান।

তিনি ভীষণ আনন্দিত। কারণ এমন অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। ’

সুনহেরা রহমান ছাড়াও বিসিবি প্রধান পাপনের আরও এক মেয়ে সন্তান রয়েছে। তার ছোটো মেয়ে রুশনিলা রহমান আর একমাত্র ছেলে রাফসান জিল্লুর হাসান। পরিবারে সবার ছোট রাফসান।

পাপনের নানা হওয়ার আনন্দে আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বোর্ডের নিম্নপদস্থ কর্মচারিদের মধ্যেও বিষয়টি নিয়ে বেশ উৎফুল্লতা চোখে পড়ে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।